COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্যুরো: ফের মেসি ম্যাজিক। সেই ম্যাজিকে ভর করেই লা লিগায় দুরন্ত কামব্যাক করল বার্সেলোনা। হাড্ডাহাড্ডি ম্যাচে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে লিগ শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের উপর চাপ বজায় রাখল লুই এনরিকের দল। অ্যাওয়ে ম্যাচে যেকোনও দলের কাছেই সেভিয়া কঠিন প্রতিপক্ষ। রবিবার রাতে সেটা আরও একটা নজির গড়লেন লিওনেল মেসি। বার্সেলোনা জার্সিতে পাঁচশোতম গোলটি করে ফেললেন এলএম টেন। রবিবার রাতে সেভিয়ার বিরুদ্ধে গোলটাই, ক্যাটালিয়ান্স ক্লাবের জার্সিতে মেসির পাঁচশোতম।


 


মেসিদের বুঝিয়ে দেয় স্পেনের এই দলটি। খেলার শুরুর দিকে সেভিয়ার আক্রমন সামলাতে কার্যত কালঘাম ছুটে যাচ্ছিল মাসচেরানোদের। ১৫ মিনিটে ভিটিলোর গোলে লিডও নিয়ে নেয় তারা। তবে বার্সাকে ম্যাচে ফেরায় সেই মেসি-সুয়ারেজ-নেইমার ত্রয়ীর কম্বিনেশন। বিরতির ঠিক আগে নেইমারের পাস থেকে গোল করে বার্সাকে সমতায় ফেরান LM10। ৬১ মিনিটে লুই সুয়ারেজের গোল বার্সেলোনার জয় নিশ্চিত করে দেয়। এগারো ম্যাচে পঁচিশ পয়েন্ট পেয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে থাকল বার্সা। দু পয়েন্ট বেশি পেয়ে সবার আগে রিয়াল।