বিশ্বকাপের বাছাই পর্বের আর্জেন্টিনা দলে নেই ডি মারিয়া, আগুয়েরো
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে লিওনেল মেসি আবার দলে ফিরেছেন।
নিজস্ব প্রতিবেদন: ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্বের জন্য ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে লিওনেল মেসি আবার দলে ফিরেছেন। তবে বিশ্বকাপের বাছাইপর্বের ৩০ সদস্যের দলে জায়গা হয়নি অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সার্জিও অ্যাগুয়েরোর।
করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করতে পারেনি লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন। দীর্ঘ সাত মাস পিছিয়ে গিয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপের বাছাইপর্বের সূচি। মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে সব ভেস্তে যায়।
বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ৮ অক্টোবর ইকুয়েডরের বিরুদ্ধে নামছে আর্জেন্টিনা। পাঁচ দিন পর বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে মেসিদের প্রতিপক্ষ বলিভিয়া। ইকুয়েডর এবং বলিভিয়া ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন আলেজন্দ্র গোমেজ, এমিলিয়ানো মার্টিনেজ, পাওলো দিবালা, জিওভানি সিমিওনে, ক্রিশ্চিয়ান পাভোন, ওতামেন্দিরা। কিন্তু এই দলে কোনওভাবেই জায়গা পাননি অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সার্জিও আগুয়েরোর মতো তারকারা।
আরও পড়ুন - বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিল দলের নেতৃত্বে নেইমার