ওয়েব ডেস্ক: ক্যাতালুনিয়া স্বাধীনতা ঘোষণা করলে বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি। শনিবার স্প্যানিস সংবাদপত্র 'এল মুন্দো'-য় এমনটাই দাবি করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাতালানরা স্বাধীনতা পেলে স্প্যানিস লিগ লা লিগায় আর খেলতে পারবে না বার্সেলোনা। ইউরোপের অন্য কোনও লিগেও ঠাঁই হবে না তাঁদের। গত নভেম্বরে মেসির সঙ্গে বার্সার নতুন করে চুক্তি হয়। ৭০ কোটি ইউরো মূল্যের সেই  চুক্তি অনুসারে বার্সা প্রথম শ্রেণির লিগ খেললে তবেই দলে থাকতে বাধ্য মেসি। নইলে বিনা জরিমানায় দল ছাড়তে পারেন তিনি। 


আরও পড়ুন - ২০১৮-য় সম্প্রচারিত হবে না 'গেম অফ থ্রোনস'-এর নতুন সিজন, জানিয়ে দিল HBO


 গত ১ অক্টোবর গণভোটে স্পেনের থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে মত দেন কাতালানরা। তার পর থেকেই মাদ্রিদের সঙ্গে বিবাদ চলছে বার্সেলোনার।