ওয়েব ডেস্ক: ফুটবল কেরিয়ারে দাড়ি টানার আগে একবার আতুরঘড়ে ফিরতে চান লিওনেল মেসি। বার্সেলোনার পাট চুকিয়ে দেশে নিজের শহরে ফিরে সময় কাটাতে চান আর্জেন্টাইন সেনসেশন। ১৩ বছর বয়সে রোজারিও ছেড়ে স্পেনে গিয়েছিলেন সেই সময়ের বিস্ময় বালক। তারপর ১৬ বছরে অনেক জল গড়িয়েছে। বার্সেলোনার জার্সিতে নায়ক হয়েছেন এলএম টেন। বার্সা ছাড়ার পর সেই রোজারিওতে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন বাঁ পায়ের এই জাদুকর। 


বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা জানাচ্ছেন রোজারিও ছাড়ার সময় পরিবার,বন্ধুবান্ধব সবকিছুই ছেড়ে আসতে হয়েছিল তাঁকে। বার্সেলোনায় কার্যত শূন্য থেকে শুরু করতে হয়েছিল। তাই তার কাছে জীবনটা মোটেই সহজ ছিল না । অকপটে জানাচ্ছেন লিও মেসি। একইসঙ্গে মেসি জানাচ্ছেন বার্সেলোনার হয়ে খেলা অসাধারণ অভিজ্ঞতা।