নিজস্ব প্রতিবেদন :  আইসল্যান্ডের বিরুদ্ধে মেসির পেনাল্টি মিস গ্যালারি থেকে দেখেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনা। মেসির স্পটকিক মিস নিয়ে ইতিমধ্যেই সমালোচনায় মুখর হয়েছেন অনেকেই। কিন্তু মেসির পেনাল্টি মিসের মধ্যে কোনও দোষ দেখছেন না মারাদোনা। আইসল্যান্ডের বিরুদ্ধে জিততে না পারার জন্য কোনওভাবেই মেসির পেনাল্টি নষ্টকে দায়ি করছেন না ৮৬'র বিশ্বজয়ী নায়ক।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বর্ণবিদ্বেষ বিতর্কে মুখ খুললেন মারাদোনা


ভেনেজুয়েলার টিভি চ্যানেল টেলিসিওরকে দেওয়া এক সাক্ষাত্কারে মারাদোনা বলেন, "আমি পর পর পাঁচটা পেনাল্টি মিস করে এখনও মারাদোনাই আছি। মেসি মাঠে তার সেরাটাই দেওয়ার চেষ্টা করেছে। ঠিক আমি যেরকম মাঠে সর্বস্ব নিংড়ে দিতাম। ওকে সবসময় প্রতিপক্ষের দু'জন মিলে আটকে রেখেছিল।"    


আরও পড়ুন- গোল করলেই 'টপলেস' হবেন এই সুপার মডেল!


এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৬টি পেনাল্টি মেরেছেন লিও মেসি। গোল করেছেন ১৩ বার। মিস করেছেন মাত্র ৩টি পেনাল্টি। বিশ্বকাপ বলেই হয়তো আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিসের ঘটনাটি দীর্ঘদিন মনে রাখবে মেসিভক্তরা।