নিজস্ব প্রতিবেদন: আগামী বছর ডনের দেশে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১৬টি দেশকে নিয়ে হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় এক বছর আগেই ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভবিষ্যত্ বাণী করে ফেললেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। এমনকি সম্ভাব্য বিজয়ীর নামও বলে দিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন সোশ্যাল মিডিয়ায় একটি টুইট করে জানিয়ে দিয়েছেন, ২০২০ সালের বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ীর নাম। তিনি যে দুটি দেশের নাম বলেছেন উল্লেখযোগ্যভাবে সেই তালিকায় নেই ভারতের নাম। ভনের মতে, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যে কোনও একটি দল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দাবিদার।



ভনের এই টুইট দেখেই বেজায় খেপেছেন ভারতীয় সমর্থকরা। টুইটেই তার জবাবও ভনকে দিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। কেউ কেউ বলেছেন, এটা ভালো জোক। কেউ তো আবার বলেছেন, যে বাউন্ডারি কাউন্ট নিয়ম উঠে গেছে।


 



 




 


আরও পড়ুন - ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে ইন্দোরের পিচে অ্যাডভান্টেজ পেসারদের!