নিজস্ব প্রতিবেদন- অলিম্পিকে চিরকালই ডোপিং হয়, বললেন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেল্পস।  ক্রীড়াজগতের সবথেকে বড় ইভেন্টের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তুললেন সর্বকালের অন্যতম সেরা সাঁতারু মাইকেল ফেল্পস। অলিম্পিকে ২৩টি সোনা জয়ী ফেল্পস বলেছেন, চিরকালই নিষিদ্ধ ড্রাগ নিয়ে অস্বচ্ছতা রয়েছে এবং আসন্ন টোকিও অলিম্পিকেও এর ব্যতিক্রম হবে না। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফেল্পস আরও বলেন, বর্তমান সাঁতারুরা অনেকেই ভাল ফলের জন্য নিষিদ্ধ ড্রাগস নেন এবং এরাই টোকিওতে নামবেন। তিনি আরও জানান, তাঁর সময়ও অনেকে ড্রাগস নিতেন। কিন্তু সবাই ধরা পড়তেন না। তিনি বলেন, তাঁকে যতবার ডোপ পরীক্ষা দিতে হয়েছে ততবার অন্য কাউকে দিতে হয়নি। অলিম্পিকের মতো ইভেন্টকে দশে ৪ অথবা ৫-এর বেশী দিতে রাজি হননি ফেল্পস। 


আরও পড়ুন-  পাওলো রোসির শেষকৃত্যের সময় ডাকাতি! চাঞ্চল্যকর দাবি কিংবদন্তির পরিবারের


এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এই নিয়ে কোনো মতামত দেয়নি। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে চারটি সোনার পদক জিতেছিলেন ফেল্পস। কিন্তু সেই অলিম্পিকেই ডোপিংয়ের দায়ে ১৩০ জন খেলোয়াড়কে বহিস্কার করা হয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালের রিও অলিম্পিকে ১১০০০-এর মধ্যে প্রায় ১০০ জন ক্রীড়াবিদকে পরবর্তীকালে সাসপেন্ড করা হয় অথবা তাদের পাওয়া পদক ফিরিয়ে দিতে বলা হয়।