নিজস্ব প্রতিবেদন : ব্যাটসম্যান একেবারে ছোট্ট। বড়জোর দুই বা আড়াই বছর বয়স হবে। ডায়পার পরা। কিন্তু এমন বয়সেই ব্যাট হাতে অবাক করছে সে। কপি বুক শট নিচ্ছে। শট নেওয়ার পর পজিশন দেখার মতো। হাসিমুখে অবলীলায় একের পর এক ডেলিভারি খেলে চলেছে নিঁখুতভাবে। প্রতিটা শট যেন খেলছে ক্রিকেটের ব্যাকরণ মেনে। কে এই বিস্ময় বালক! ব্যাটিং স্টাইল দেখে অনেকেই বলছেন, ঠিক যেন সচিনের ছেলেবেলা। কেউ কেউ আবার এক পা বাড়িয়ে বলছেন, ভবিষ্যতের সচিন তেন্ডুলকর। সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আজকাল অনেক প্রতিভার খোঁজ মেলে। এর আগে আরও এক খুদে ব্যাটসম্যানের ব্যাটিং স্টান্স সবাইকে মুগ্ধ করেছিল। সেই খুদে নিখুঁত স্টাইলে ব্যাটিং করছিল নেটে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হাতে গ্লাভস পরে অভিজ্ঞ ব্যাটসম্যানের মতো ব্যাটিং করছিল সে। তবে তার পরনের ডায়পার দেখে হেসে কুটোপাটি খাচ্ছেন নেটিজেনরা। ভিডিয়োর এই খুদে ব্যাটসম্যানের আসল পরিচয় অবশ্য এখনও জানা যায়নি। তবে ইতিমধ্যে তাঁর ব্যাটিং দক্ষতা দেখে অবাক হয়েছেন সবাই। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন পর্যন্ত এই খুদের ব্যাটিংয়ের ভিডিয়ো দেখে ফেলেছেন। স্বাভাবিকভাবে তিনিও তাকে দেখে অবাক। এমনকী সেই খুদে ব্যাটসম্যানের টেকনিক অবাক করেছে ফক্স স্পোর্টস-কেও। তারা লিখেছে, ''ডায়পার পরার বয়সে ও যেভাবে ব্যাটিং করছে তা দেখে আমরা মুগ্ধ। এই বয়সে ওর যা ব্যাটিং টেকনিক তা অনেক ক্লাব ক্রিকেটারেরও নেই।''



আরও পড়ুন-  আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মেলবোর্ন মাতাবেন কেটি পেরি



ভনের সেই পোস্ট-এর নিচে গিয়ে আবার অনেকে লিখেছেন, অ্যানাদার সচিন ইন মেকিং। কেউ কেউ আবার লিখেছেন, এই শিশুকে ঠিকঠাক পরিচর্যা করলে সে অনেক দূর যাবে।