নিজস্ব প্রতিনিধি- ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত প্রচণ্ড টেনশনে কাটাতে হল ইস্টবেঙ্গল সমর্থকদের। মরণ-বাঁচন পরিস্থিতি ছিল। প্রতিবারই বলতে গেলে এমনটাই হয় ইস্টবেঙ্গলের সঙ্গে। শেষমেশ তীরে এসে তরি ডোবে। এবারও তাই আশঙ্কা ছিল। আর পরিস্থিতিও তৈরি হয়েছে সেরকমই। তবে এবার এখনও পর্যন্ত লিগ জয়ের লড়াইয়ে টিকে রয়েছে ইস্টবেঙ্গল। রবিবার মিনার্ভা পাঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গল ড্র করলেই আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যেত চেন্নাই। পঞ্চকুলার তাউ দেবি লাল স্টেডিয়ামে শেষ পর্যন্ত শেষ হাসল হাসল লাল-হলুদ শিবির। এনরিক এসকুয়েদার গোলে পাঞ্জাব-বধ করল ইস্টবেঙ্গল। একইসঙ্গে খেতাব জয়ের দৌড়ে টিকে রইল তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বিরাটদের বিশ্বকাপ জার্সির কলারের নিচে লুকিয়ে অনন্য সম্মান


প্রথমার্ধ গোলশূন্য। তবে আত্মবিশ্বাসে টগমগ করছিল মিনার্ভা পাঞ্জাব। যদিও শুরু থেকেই পাঞ্জাবের রক্ষণে চাপ বাড়াতে থাকে ইস্টবেঙ্গল। ্ম্যাচের ৩০ মিনিটের মাথায় দারুণ সুযোগ পেয়েছিলেন পাঞ্জাব। মিনিট দশেক পরই সুযোগ পায় ইস্টবেঙ্গল। জেইমি স্যান্টোসের হেড থেকে গোল পেয়ে যেতে পারত লাল-হলুদ শিবির। তার পর থেকে পেণ্ডুলামের মতো দুলতে থাকে ম্যাচ। তবে চাপ বাড়তে থাকে ইস্টবেঙ্গলের উপর। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই অ্যাটাকিং থার্ডে লোক বাড়াতে শুরু করে ইস্টবেঙ্গল। ৭৫ মিনিটে কাজের কাজ করে যান এসকুয়েদা। ১৯ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট চেন্নাইয়ের। এদিকে, একই সংখ্যক ম্যাচ খেলে ৩৯ পয়েন্টে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল।