নিজস্ব প্রতিবেদন:  কোচ বদলেও হাল ফিরল না মোহনবাগানের। এক ম্যাচ যেতে না যেতেই আবার হার সবুজ-মেরুনের। যুবভারতীতে মিনার্ভা পঞ্জাবের কাছে লজ্জার হারের সম্মুখীন হতে হল বাগানকে। ঘরের মাঠে এক-দুই গোলে হারল শঙ্করলাল চক্রবর্তী ব্রিগেড। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- স্কি প্রতিযোগিতায় খাতা খুলল ভারত, আঁচলকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


যুবভারতীতে ম্যাজিক দেখালেন ভুটানিজ স্ট্রাইকার চেঞ্চো। প্রথমার্ধে সাত মিনিটের একটা স্পেলে ছারখার হয়ে গেল সবুজ বাগান। আইজলকে হারিয়ে মিনার্ভা ম্যাচে নেমেছিল আত্মবিশ্বাসী বাগান শিবির। খেলার শুরুর দিকে বল পজেশনও বেশি ছিল ওয়াটসনদের। কিন্তু দ্রুত মাঝমাঠের কন্ট্রোল নিজেদের দখলে নিয়ে নেয় ফ্র্যাঞ্চাইজি দলটি। আগের ম্যাচে নজরকাড়া ওয়াটসনও এদিন ছিলেন বেশ সাদামাটা। ফলে কাজটা কঠিন হয়ে যায় মোহনবাগানের। 


আরও পড়ুন-  দ্রাবিড়ের ছেলে দ্রাবিড়! ক্রিজে দাঁড়িয়ে দেওয়াল তৈরি করল পুত্র


এর মধ্যেই বাগান ডিফেন্সে কার্যত কাঁপুনি ধরিয়ে দেন চেঞ্চো। ভুটানের তরুণ স্ট্রাইকারের দুটো দুরন্ত গোলই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ম্যাচে ফেরার সুযোগ এসেছিল মোহনবাগানের কাছে। প্রথমার্ধের শেষদিকে পেনাল্টি পায় সবুজ-মেরুন। কিন্তু গোল করতে ব্যর্থ হন ক্রোমা। দ্বিতীয়ার্ধে শত চেষ্টা করেও মিনার্ভা ডিফেন্সে ভাঙতে পারেননি ক্রোমা-ডিকারা। ইনজুরি টাইমে জমে ওঠে ম্যাচ। দুরন্ত গোলে ব্যবধান কমান কিংসলে। পরের মিনিটেই সমতা ফেরানোর সুযোগ এসেছিল ওয়াটসনের সামনে। কিন্তু অসি মিডফিল্ডারের শট বাইরে চলে যায়। ফলে দায়িত্ব পেয়েই দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হল শঙ্করলাল চক্রবর্তীকে। ইস্টবেঙ্গলের থেকে এক ম্যাচ কম খেলে উনিশ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে চলে গেল মিনার্ভা পঞ্জাব এফ সি।


মোহনবাগানকে হারিয়ে লিগ শীর্ষে চলে গেল মিনার্ভা পঞ্জাব। এক ম্যাচ কম খেলে ইস্টবেঙ্গলের থেকে এক পয়েন্টে এগিয়ে তারা।


খেলার খবর জানতে চোখ রাখুন স্পোর্টস ২৪-এ