নিজস্ব প্রতিবেদন : মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলার মাইলস্টোন স্পর্শ করলেন ভারতের মিতালি রাজ। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়িকা শার্লট এডওয়ার্ডের ১৯১টি ম্যাচ খেলার রেকর্ড এদিন ভেঙে দিলেন তিনি। দেশের জার্সিতে শুক্রবার নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯২ তম ম্যাচ খেললেন মিতালি।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেকর্ড গড়ার দিনে অবশ্য ব্যাট হাতে ব্যর্থ ভারত অধিনায়িকা। কেরিয়ারের ১৯২ তম একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে রানের খাতাই খুলতে পারলেন না মিতালি। মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলার পাশাপাশি সর্বোচ্চ রানের রেকর্ডও মিতালির দখলেই রয়েছে।


আরও পড়ুন- আইপিএলে খেলতে না পারার হতাশায় ভুল বকছেন আফ্রিদি !


আইসিসি ওয়েমেন্স চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচটি ১ উইকেটে জিতে নেয় ভারতীয় প্রমিলাবাহিনী। টস জিতে প্রথমে ব্যাট করে ২০৭ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। একতা বিস্ত ৩টি এবং পুনম যাদব ৪টি উইকেট নেন। স্মৃতি মন্ধানার ৮৬ রানে ভর করে এক বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় মিতালিরা।