নিজস্ব প্রতিবেদন: নিউজিল্যান্ড টেস্ট দলের কোচ হওয়ার পরেই ব্র্যান্ডন ম্যাকালাম ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি ইংল্যান্ড টেস্ট দলে ফেরাবেন তারকা অলরাউন্ডার মইন আলিকে (Moeen Ali)। ম্যাকালাম তাঁর ইচ্ছাপূরণ করেই ফেললেন। মইনকে অবসর ভাঙিয়ে লাল বলের ক্রিকেটে ফেরানোর জন্য কার্যত রাজি করে ফেললেন তিনি। মইন নিজেই জানিয়ে দিলেন সেই কথা। আসন্ন পাকিস্তান সফরেই তাঁকে দেখা যাবে বেন স্টোকসের টিমে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৬৪টি টেস্ট খেলে ২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাস নেন মইন। নিজের কামব্যাকের প্রসঙ্গে ৩৪ বছরের ক্রিকেটার বলছেন, "আমার ম্যাকালামের সঙ্গে কথা হয়েছে। আসন্ন পাকিস্তান সফর নিয়ে আলোচনা করেছি। দরজা আমার জন্য সবসময় খোলা আছে। আমার মনে হয় যে, আমি আনুষ্ঠানিক ভাবে অবসর নিইনি। ম্যাকালাম অন্যরকম একজন মানুষ। ওকে না বলা আমার জন্য অত্যন্ত কঠিন ছিল। সত্যি বলতে আমি আমি ম্যাকালাম ও বেন স্টোকসের অধীনে খেলতে মুখিয়ে আছি। আমি যখন টেস্ট থেকে অবসর নিয়েছিলাম। তখন সত্যি বলতে ক্রিকেট খেলে ক্লান্ত হয়ে গিয়েছিলাম।"


মইন ৬৪টি টেস্টে ২৯১৪ রান করেছেন ২৮.২৯-এর গড়ে। তাঁর স্ট্রাইক রেট ৫১.১৪। পাঁচটি শতরান ও ১৪টি অর্ধ-শতরান রয়েছেন ঝুলিতে। মইন ১৯৫টি উইকেটও পেয়েছেন হাত ঘুরিয়ে। এর মধ্যে একবার পাঁচ ও আরেকবার ১০ উইকেট নিয়েছেন তিনি।


আরও পড়ুন: India vs South Africa: ব্যাক-টু-ব্যাক হারল ভারত! সিরিজে ২-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা


আরও পড়ুনVirat Kohli: ক্রিকেট থেকে আপাতত দূরে বিরাট! মলদ্বীপ থেকে শেয়ার করলেন ছবি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)