Mohammad Azharuddin: `ক্রিকেট ভদ্রলোকের খেলা, এই আচরণ মেনে নেওয়া যায় না`!
মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) ধুয়ে দিলেন দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)! নাম না করেই পন্থকে (Rishabh Pant) নিলেন একহাত।
নিজস্ব প্রতিবেদন: এই মুহূর্তে বাইশ গজে আলোচনায় একটাই নাম-ঋষভ পন্থ (Rishabh Pant)। যাবতীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) তরুণ অধিনায়ক। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর অনভিপ্রেত আচরণের সমালোচনায় দেশ-বিদেশের প্রাক্তন মহারথীরা। পন্থকে ধুয়ে দিলেন মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) ও ওয়াসিম জাফররা (Wasim Jaffer)
ভারতের প্রাক্তন কিংবদন্তি ক্যাপ্টেন আজহারউদ্দিন লেখেন, "দিল্লি ক্যাপিটালসের খারাপ স্পোর্টসম্যান স্পিরিট দেখলাম মাঠে। ক্রিকেট ভদ্রলোকের খেলা, এই আচরণ মেনে নেওয়া যায় না"। দেশের প্রাক্তন ওপেনার জাফর এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেন, "ঋষভ পন্থ প্লেয়ারদের ডেকে নিয়ে ওর সীমা লঙ্ঘন করেছে। এটা আমরা দেখতে চাই না। অনেক সময় আম্পায়াররা ভুল করে ফেলেন। ক্রিকেটে স্পিরিট মেনে সেটা মেনে নিতে হয়।"
কেন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচের পর পন্থ বিতর্কে জড়ালেন? মাঠে কার্যত নাটক দেখা যায় খেলার একেবারে শেষে। শেষ ওভারের মাঝপথে দলকে ডাগআউটে ডেকে পাঠান পন্থ। শেষমেশ দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং কোচ শেন ওয়াটসন তাঁকে করেন শান্ত। নো-বল চেয়ে দিল্লি শিবিরের জোরালো আবেদন ও আম্পায়ারিং নিয়ে যার জেরে তৈরি হল বিতর্ক। খেলার শেষে একরাশ বিরক্তি নিয়ে দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ বলেই দিলেন, নো-বলটা আমাদের পক্ষে গেলে ম্যাচটা অন্যরকম হতে পারত।
ইনিংসের শেষ ওভারে দিল্লির জিততে দরকার ছিল ৩৬ রান। কার্যত অসম্ভবের সামনে ওবেড ম্যাকয়ে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে পাওয়েল। তিন নম্বর বলটি নিয়েই তর্ক। তা পাওয়ালের কোমরের ওপরে ছিল বলেই দাবি জানায় দিল্লি শিবির। নো-বলের দাবি জানিয়েও না পেয়ে ব্যাটারদের ডেকেও নেন পন্থ! যদিও এই বিতর্কটুকু বাদ দিলে যোগ্য দল হিসেবেই ম্যাচ জিতল রাজস্থান। বিশেষ প্রশংসা করতে হয় প্রসিদ্ধ কৃষ্ণ-র ১৯ তম ওভারের। একটি উইকেট নেওয়ার পাশাপাশি কুলদীপকে ক্রিজে দাঁড় করিয়ে রেখে গোটা ওভার মেডেন নেন কেকেআরের প্রাক্তন পেসার।