নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে লম্বা ক্রিকেটার কে? এমন প্রশ্নের উত্তরে যে কোনও ক্রিকেটপ্রেমী কয়েক সেকেন্ড ভেবেই উত্তর দিতে পারবেন! পাকিস্তানের পেসার মহম্মদ ইরফান। সাত ফুট এক ইঞ্চির ইরফানই ক্রিকেট ইতিহাসের সব থেকে লম্বা ক্রিকেটার। কিন্তু এবার পিছনে ফেলে দিতে আসছেন আরেকজন। তবে তাঁর এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে মহম্মদ মুদাস্সিরের অভিষেক হতে আর হয়তো বেশি দেরি নেই। ক্রিকেট বিশ্বকে চমকে দিতে তলে তলে প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। সাত ফুট চার ইঞ্চির এক ক্রিকেটারকে প্রস্তুত করছে তারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  একেই বলে সমর্থক! বিয়ের আসরেই ক্রিকেটে মগ্ন নবদম্পতি



৭ ফুট ৪ ইঞ্চির মুদাস্সিরের পেশাদার ক্রিকেটে অভিষেক হতে পারে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর পরের মরশুমে। লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পারেন এই দীর্ঘকায় ক্রিকেটার। কালান্দার্সের প্লেয়ার্স ডেভলপমেন্ট প্রোগ্রাম থেকে উঠে এসেছেন মুদাস্সির। ইতিমধ্যে মূল দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। মুদ্দাসির অবশ্য ইরফানের মতো পেসার তিনি। তিনি স্পিনার। তাঁর বয়স মাত্র ২১ বছর। এমন উচ্চতা নিয়ে খেলতে অসুবিধা হবে না তো? মুদাস্সিরের জবাব, পিএসএল খেলার পর আমি পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলতে চাই। জানি অনেকটা পথ যেতে হবে। চোট-আঘাতের প্রবণতা এড়াতে পারলেই একমাত্র সেটা সম্ভব। উচ্চতা আমার জন্য কোনও বাধা নয়। এমন উচ্চতার জন্য অবশ্য তাঁকে সমস্যায় পড়তে হয়। কারণ প্রায় প্রতি ম্যাচেই জুতো বাছাই নিয়ে সমস্যায় পড়তে হয় তাঁকে।