নিজস্ব প্রতিনিধি : হাসিন জাহান-মহম্মদ শামি কাজিয়া যেন চলছেই! থামবার কোনও নাম-গন্ধ নেই। আর এবার আরও সমস্যায় পড়লেন ভারতীয় পেসার। আজ, বৃহস্পতিবার আদালতে সশরীরের হাজিরা দেওয়ার কথা ছিল মহম্মদ শামির। কিন্তু তিনি এলেন না। আলিপুর সিজেএম আদালতে শামির অনুপস্থিতির কথা জানান তাঁর আইনজীবী। আর তাতেই আদালত কড়া সিদ্ধান্ত নিল শামির বিরুদ্ধে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়়ুন-  আরও বড় ঝটকা! এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শার্দুল ঠাকুর ও অক্ষর প্যাটেল


প্রাক্তন স্বামীর বিরুদ্ধে চেক বাউন্স-এর মামলা করেছিলে হাসিন। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার কথা ছিল ভারতীয় পেসারের। কিন্তু শামি এদিন হাজির থাকতে পারেননি। এই মামলার পরবর্তী শুনানি ১৪ নভেম্বর। সেদিন শামিকে যে কোনওভাবে আদালতে হাজির থাকতে হবে। এমনই জানিয়েছেন আলিপুর আদালতের বিচারপতি। ১৪ নভেম্বর হাজিরা না দিলে শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। 


আরও পড়ুন-  তামিম ইকবালের ভূমিকায় অভিনয় করবেন সলমান খান!


ব্যক্তিগত জীবনে প্রবল অশান্তির পরও শামি কিন্তু পারফরম্যান্সে তেমন প্রভাব পড়তে দেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে কার্যকরী বোলার হিসাবে শামিকে পাওয়া গিয়েছে। ফর্ম নিয়ে সাময়িক সমস্যা থাকলেও তিনি এখন তা কাটিয়ে উঠেছেন। ছন্দেও ফিরেছেন শামি।