নিজস্ব প্রতিবেদন: হাসিন জাহানের অভিযোগে সারবত্তা নেই। ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত নন ভারতীয় দলের স্পিডস্টার মহম্মদ শামি। বিসিসিআই-কে এমনই রিপোর্ট জমা করল নীরজ পান্ডের নেতৃত্বাধীন বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখা। সূত্রের খবর অনুযায়ী, তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় বোর্ডের চুক্তিতেও ফেরানো হচ্ছে শামিকে। বোর্ডের বি-গ্রেড (৩ কোটি)-এ ফেরানো হচ্ছে তাঁকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- আম্বেদকরকে অপমান! হার্দিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ আদালতের


প্রসঙ্গত, বোর্ডের তদন্তে ক্লিনচিট পাওয়ায় আইপিএলে শামির খেলা নিয়ে যাবতীয় সংশয়ও কেটে গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।  ম্যাচ গড়াপেটা তদন্তে শামি ‌যে ক্লিনচিট পেতে পারেন তা আগেই জানিয়েছিল ২৪ ঘণ্টা ডট কম।


উল্লেখ্য, ভারতীয় দলের এক নম্বর পেস বোলার মহম্মদ শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছিলেন খোদ তাঁর স্ত্রী। হাসিন জাহাঁর অভিযোগ ছিল, সেজন্য লন্ডনের ব্যবসায়ী মহম্মদ ভাইয়ের থেকে টাকা নিয়েছেন শামি। শুধু তাই নয়, মহম্মদ ভাই না কি আলিশবা নামের পাকিস্তানি তরুণীকে দিয়ে সেই টাকা শামির হাতে পৌঁছে দিয়েছেন। যদিও, ম্যাচ গড়াপেটার যাবতীয় অভিযোগই অস্বীকার করেছিলেন মহম্মদ শামি। এমনকী, হাসিনের অভিযোগ অস্বীকার করেছিলেন মহম্মদ ভাই এবং আলিশবাও। 


আরও পড়ুন- হাসিনের বিস্ফোরক অভিযোগ, শামির সঙ্গে একাধিক মেয়ের আলাপ করিয়ে দিতেন মহম্মদ ভাই!


দুবাইতে শামির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠিকই, তবে টাকার লেনদেন হয়নি, সংবাদমাধ্যমকে এই কথাই জানিয়েছিলেন আলিশবা। পাক তরুণীর সুরে সুর মিলিয়ে ম্যাচ গড়াপেটার অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন মহম্মদ ভাইও। উল্টে শামি দেশের সঙ্গে কোনও 'গদ্দারি' করবেন না বলেও জানিয়েছিলেন ওই ব্যবসায়ী। শামি নিজে জানিয়েছিলেন, দোষ প্রমাণিত হলে ফাঁসিতে চড়তেও রাজি তিনি। এবার ম্যাচ গড়াপেটা তদন্তে ক্লিনচিট পাওয়ায় স্বাভাবিক ভাবেই স্বস্তিতে ভারতের এই তারকা স্পিডস্টার।