জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একেই বলে রাজকীয় কামব্যাক। উত্তরপ্রদেশের সহেসপুর গ্রামে ওঁরা জমিদার হিসেবেই খ্যাত। এহেন মহম্মদ শামি (Mohammed Shami) দুই বছর পর পর শুধু একদিনের ক্রিকেটেই ফিরলেন না, কামব্যাক করলেন একেবারে জমিদারের মতো চড়া মেজাজে। একদিনের ক্রিকেটে পূর্ণ করলেন ১৫১ উইকেট। ৩১ রানে ৩ উইকেট নিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফের একবার নিজের দাবি জানালেন 'সহেসপুর এক্সপ্রেস'। তাঁর ও জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) আগুনে বোলিংয়ের দাপটে মাত্র ১১০ রানে উড়ে গিয়েছিল ইংল্যান্ড (England)। ফলে ১০ উইকেটে প্রথম একদিনের ম্যাচ জিততে রোহিত শর্মার (Rohit Sharma) টিম ইন্ডিয়াকে (Team India) বেগ পেতে হয়নি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচের শেষে দলের বোলিং কোচ পারস মাম্বরের (Paras Mhambrey) সঙ্গে আড্ডাও দিলেন শামি। সেই আলাপচারিতার ভিডিয়ো বিসিসিআই-এর (BCCI) টুইটারে তুলে ধরা হয়েছে। ২০২০ সালের ২৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার একদিনের ম্যাচ খেলেছিলেন। এরপর ফের একদিনের দলে খেলার সুযোগ পেলেন। কোন মন্ত্রে পেলেন সাফল্য? পারস প্রশ্ন করতেই শামি বলেন, "দুই বছর পরে দলে ফেরা আমার মতে লম্বা বিরতি। তবে আমার মনের মধ্যে কোনও দ্বিধা ছিল না। কারণ এই সতীর্থদের সঙ্গে গত দশ বছর ধরে খেলছি। সবাই নিজের কাজ সম্পর্কে ওয়াকিবহাল। তাছাড়া দেশের হয়ে খেলতে নেমে দ্বন্দে ভুগলে তো পারফর্ম করাই যাবে না। আমি জানি কোথায় বল পিচ করাতে হবে। তবে সবার আগে দম থাকা খুব জরুরী। যার যত কলজের জোর, সে তত বেশি সাফল্য পাবে।" 



৭.২ ওভারে মাত্র ১৯ রানের দিয়ে ৬টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরা। তিনি কিন্তু এই সাফল্যের জন্য শামিকেই কৃতিত্ব দিয়েছিলেন। ঠিক তেমন ভাবেই শামি তাঁর সতীর্থকে কুর্নিশ জানালেন। শামি যোগ করেন, "প্রথম ওভার আমি বল করতে এসেছিলাম। সেই ওভার দেখার পরেই দুজন আলোচনা করছিলাম। আমরা ঠিক করি যে, বল যখন সুইং করছে, ফুল লেন্থ ডেলিভারির পিছনেই দৌড়ব। সেটাই কার্যকরী হয়ে দাঁড়ায়। বুমরার জন্য দারুণ অনুভূতি হচ্ছে। দারুণ পারফরম্যান্স করল।" 


সাহেবদের উড়িয়ে শুধু চলতি সিরিজে এগিয়ে যাওয়া নয়, একটি বিরল নজিরও গড়ল দল। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার শুরুতে বোলিং করে বিপক্ষের ১০ উইকেট দখল করলেন পেসাররা। পারসের কাছ থেকে এই তথ্য জানার পরেই হেসে ফেললেন শামি। তিনি বলেন, "আসলে বুমরা, আমি ও প্রসিদ্ধ কৃষ্ণা খুব ভাল লাইন-লেন্থ বজায় রেখে বোলিং করছিলাম। তাই বোলিং চেঞ্জ করার কোনও কারণই ছিল না। পরের দুই ম্যাচেও যদি এমন পিচে খেলি তাহলে আমরা একই স্ট্রাটেজি নিয়েই বোলিং করব। তবে পিচের চরিত্রের বদল ঘটলে আমাদের ছক বদলে ফেলব।" 


১৪ জুলাই লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচ খেলতে নামবে ভারত। বিরাট কোহলির কুঁচকির চোট টিম ম্যানেজমেন্টের কাছে কাঁটার মতো বিঁধলেও, জোরে বোলারদের দাপটে সিরিজ জিততে মরিয়া 'মেন ইন ব্লু' ব্রিগেড। 


আরও পড়ুন: On This Day in 2002: গর্বের ২০ বছর, ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের সদস্যরা কে কী করছেন? ছবিতে দেখুন


আরও পড়ুন: Exclusive| Arun Lal : কেন বাংলার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অরুণ লাল? জানতে পড়ুন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)