ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে খেলতে পরেননি ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। তাঁর বাঁ পায়ের হাঁটুতে চোট রয়েছে। সেইজন্যই তাঁর শেষ টেস্ট খেলা হয়নি। এবার শামি তথা, ভারতীয় দলের পক্ষে খারাপ খবর যে, শামিকে এবার একদিনের ম্যাচের সিরিজেও দেখা যাবে না। ২৬ বছর বয়সী ভারতীয় দলের এই পেসারকে বিশ্রাম নিতে বলেছেন চিকিত্‍সকরা। তাই খুব শীঘ্রই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকবেন শামি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভারতীয় ছেলে এবং মেয়েদের বিয়ে নিয়ে কী মত জেনে নিন সমীক্ষায়


স্বভাবতই শামির জায়গায় দলে আসার কথা সদ্য বিবাহিত দিল্লির পেসার ইশান্ত শর্মার। কিন্তু সূত্রের খবর যে, অভিজ্ঞ এবং বর্ষীয়ান আশিস নেহরাকেও দলে দেখা যেতে পারে। প্রসঙ্গত, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানের পর মহম্মদ শামিও চোটে ভূগছেন। ভারতীয় দলও এই অন্যতম সেরা ক্রিকেটারদের সার্ভিস পাচ্ছে না। অবশ্য, ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চ এতটাই শক্তিশালী যে, এতজন নিয়মিত ক্রিকেটারের অনুপস্থিতিতেও তারা ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়েছে। একদিনের ম্যাচের সিরিজেও ফল এমনই হবে বলে আশা, ভারতীয় দলের।


আরও পড়ুন  আমির খানকে ঘৃণা করি বললেন সলমন খান!