নিজস্ব প্রতিবেদন: ৩১ বছরে পা দিলেন ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। গত শনিবার তাঁর জন্মদিন ছিল। বিশেষ দিনে ভারতের তারকা পেসারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ট্রোলও করতে গিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)! কিন্তু শামির জবাব একেবারে পন্থের মিডল স্টাম্প ছিটকে দিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখে নেওয়া যাক ঠিক কী ঘটেছিল! পন্থ লেখেন, "শামি ভাই বল আর বয়স দু'টো যে দ্রুত গতিতে বেরিয়ে যাচ্ছে। শুভ জন্মদিন।" এর উত্তরে শামি লেখেন, "আপনা টাইম আয়েগা (আমার সময় আসবে) বেটা। বল হোক বা বয়স। কেউ আটকাতে পারে না। কিন্তু মেদ কমানোর আজও চিকিৎসা হয়"। দুই ক্রিকেটারের এই টুইট খুনসুটিতে ফ্যানেরা রীতিমতো আনন্দ পেয়েছেন।



আরও পড়ুন: Mohammed Shami: ফ্যানের আনা কেকে মাঠে জন্মদিন সেলিব্রেট করলেন শামি


চলতি ওভাল টেস্টে শামি খেলছেন না। তিনি রয়েছেন রিজার্ভে। ইশান্ত শর্মা ও মহম্মদ শামির জায়গায় দলে এসেছেন শার্দূল ঠাকুর ও উমেশ যাদব। শামির জন্মদিন উপলক্ষ্যে এক ফ্যান মাঠেই নিয়ে এসেছিলেন কেক। শামিও সেই ফ্যানকে নিরাশ করেননি। কেক কেটে একটি টুকরোও তুলে নেন তিনি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)