নিজস্ব প্রতিবেদন: গত শনিবার চলতি আইপিএলে (IPL 2022) প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। চূড়ান্ত অফ-ফর্মের মধ্যে দিয়ে যাওয়া আরসিবি-র (Royal Challengers Bangalore) প্রাক্তন ক্যাপ্টেন একেবারে রাজকীয় মেজাজে রানে ফিরলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ৫৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। কোহলিকে ফিরতে হয় তাঁর জাতীয় দলের সতীর্থ মহম্মদ শামির (Mohammed Shami) দুরন্ত ইয়র্কারে। কিন্তু কোহলি যখন আউট হয়ে ডাগআউটে ফিরে যাচ্ছিলেন, তখন শামি এসে কোহলির কাঁধে হাত রাখেন। তাঁকে সাধুবাদ জানান রানে ফেরার জন্য়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।



ম্যাচে ফাফ দু প্লেসিসের (Virat Kohli) সঙ্গে ওপেন করতে নেমেছিলেন কোহলি। ৫৮ রানের ইনিংস সাজিয়েছিলেন ৬টি চার ও ১টি ছয়ে। ১০৯.৪৩-এর স্ট্রাইক রেটে ব্য়াট করলেন তিনি। কোহলির ব্যাটিংয়ে মুগ্ধ সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। চলতি আইপিএলে কোহলি একেবারেই রানের মধ্যে ছিলেন না কোহলি।


প্রথম ৯ ম্যাচে মাত্র ১২৮ রান (৪১ , ১২, ৫, ৪৮, ১,১২, ০, ০, ৯) রান করেছিলেন তিনি। পরপর দুই ম্যাচে হয়েছেন 'গোল্ডেন ডাক'ও! অর্থাৎ ফিরেছেন প্রথম বলেই। কোহলির রানে ফেরায় শুধু তিনি বা তাঁর ফ্র্যাঞ্চাইজি স্বস্তি পেল না। কোহলির আপামোর অনুরাগীরাও শান্তি পেলেন।


যদিও কোহলির রান দাম পায়নি ম্যাচে। আরসিবিকে (RCB) অনায়াসে ৬ উইকেটে হারিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থান বজায় রাখে হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) গুজরাত (GT)। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা রাজস্থান রয়্যালসের থেকে চার পয়েন্টে এগিয়ে থাকল।


আরও পড়ুন: Virat Kohli: অবশেষে কোহলির ব্যাটে রান! বড় কথা বলে দিলেন সুনীল গাভাসকর


আরও পড়ুনReal Madrid: এই নিয়ে ৩৫ বার La Liga জিতে নিল রিয়াল মাদ্রিদ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)