জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত এক ম্যাচ হাতে রেখেই ২-০ সিরিজ জিতে নিয়েছে। রায়পুরে বোলারদের সৌজন্যেই ভারত এই দুরন্ত জয় পেয়েছে। নিউজিল্যান্ডকে ১০৮ রানে বেঁধে দিয়েছিলেন রোহিতের বোলাররা। যার ফলে ভারত অনায়াসে আট উইকেটে হেসে খেলে ম্যাচ বার করে নেয়। রায়পুরে মহম্মদ শামি (Mohammed Shami) ৩ উইকেট পেয়েছেন। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) ও ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) ঝুলিতে আসে দুটি করে উইকেট। মহম্মদ সিরাজ (Mohammed Siraj), শার্দূল ঠাকুর (Shardul Thakur) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav) পেলেন একটি করে উইকেট। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন শামি। তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে, ঘরের মাঠে আসন্ন পঞ্চাশ ওভারের বিশ্বকাপের জন্য, ভারত কি ঠিক পথে আছে? সাংবাদিকের এই প্রশ্ন শুনেই আগুন ঝলসেছেন শামি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শামি সেই সাংবাদিককে বলেন, 'দেখুন, আমার মনে হয় না, মানুষের ভারতীয় দলকে নিয়ে কোনও সন্দেহ আছে বলে। বিগত ৪-৬ বছরে এত ভালো রেজাল্ট করেছি, এরপরেও যদি আপনার সন্দেহ থাকে, বা আপনি বিশ্বকাপ নিয়ে ভাবেন, তাহলে বলব এখনও আমাদের হাতে অনেক সময় রয়েছে। প্র্যাকটিসের জন্য আমাদের সামনে অনেক সিরিজ আছে। সেখানে ম্যাচ খেলতে পারব। প্লেয়ারদের জানতে পারব। যেহেতু আমাদের হাতে সময় আছে, সেহেতু আমরা ম্যাচ ধরে ধরে ভাবব। এতেই ভালো হবে।' ম্যাচের পর রোহিত বোলারদের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, 'আমার মনে হয়েছে শেষ পাঁচ ম্যাচে, বোলাররা সত্যিই এগিয়ে এসেছে। যা যা করতে বলা হয়েছে, ওরা সেটাই করেছে। ভারতের মাটিতে এই পারফরম্যান্স ভাবা যায় না, বিদেশের মাটিতে এমন বোলিংয়ের আশা করি আমরা। সত্যিই ওরা দক্ষ। গতকাল রাতে যখন আমরা রায়পুরে ট্রেনিং করছিলাম, তখন দেখছিলাম বল ভালো ক্যারি করছিল। সেজন্যই আমরা চ্যালেঞ্জটা নিতে চেয়েছিলাম। এখানে ২৫০-এর কাছাকাছি রান হলেই চ্যালেঞ্জিং হয়ে যেত।'


আরও পড়ুনWATCH | Rohit Sharma: মাঠে ঢুকে 'ভক্তের ভগবান'কে জড়িয়ে ধরল খুদে! অধিনায়কের আচরণ জিতল হৃদয়


এদিন শামি-সিরাজ, শার্দূল ও হার্দিকরা ছয় ওভার করে বল করেছেন। ম্যাচের পর রোহিত বলছেন যে, শামি-সিরাজরা লম্বা স্পেলই করতে চেয়েছিলেন এদিন। কিন্তু রোহিতই তাঁদের সাফ বারণ করে দেন যে, কিছুতেই করা যাবে না এই কাজ। রোহিত বলছেন, ' শামি-সিরাজরা লম্বা স্পেলই করতে চেয়েছিলেন। কিন্তু আমি সাফ না বলে দিই। কারণ সামনে আমাদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের বড় টেস্ট সিরিজ রয়েছে। আমি সাফ ওদের বলেছি, দেখো বস, আরও বোলাররাও রয়েছে।' আগামী মঙ্গলবার ইন্দোরে ভারত চাইবে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)