ব্যুরো: বিতর্কে জড়ালেন মহম্মদ শামি। ফেসবুকে স্ত্রী এবং তাঁর ছবি পোস্ট করে সমালোচনার মুখে বাংলার এই পেসার। শামির পাশেই দাঁড়িয়েছে ক্রিকেট জগত। আরও পড়ুন-  দলের ৯ জন ব্যাটসম্যানই শূন্য রানে আউট, এক জন খাতাই খোলেননি, দলের স্কোর ১৬৯


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


সোশাল মিডিয়ায় স্ত্রী, মেয়ের সঙ্গে ছবি পোস্ট করে বিতর্কে শামি। ছবিতে একটি স্লিভলেস গাউন পরে রয়েছে শামি স্ত্রী। ছবি দেখে ফেসবুকে শামির কয়েকজন ফলোয়াররা আপত্তি জানিয়েছেন। তাঁদের দাবি শামির স্ত্রীয়ের পোশাক ইসলাম বিরোধী। অবশ্য ফলোয়ারদের যোগ্য জবাবও দিয়ে রেখেছেন শামি। বাংলার পেসারের বক্তব্য তাঁর মেয়ে এবং স্ত্রীর ব্যাপারে কাউকে পরামর্শ দেওয়ার প্রয়োজন নেই। এবিষয়ে শামির পাশে দাঁড়িয়েছেন ভারতের ক্রিকেটার মহম্মদ কাইফও। শামির সমালোচনাকে অযৌক্তিক বলে দাবি করেছেন তিনি। অতীতে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল সানিয়া মির্জাকেও। আরও পড়ুন- বিরাটের সঙ্গে নিজের তুলনা করায় রসিকতা করা হচ্ছে আহমেদ শেহেজাদকে নিয়েই!