Mohammed Siraj: স্বস্তি ভারতীয় দলে, ওয়ার্নারদের বিরুদ্ধে নামার আগে বড় পুরস্কার পেলেন সিরাজ
গত দুই বছর একদিনের ক্রিকেটে খুব ভাল ছন্দে রয়েছেন সিরাজ। দেশের মাটিতে ব্যাটিং সহায়ক পিচেও নতুন বলে আগুন ঝরিয়েছেন তিনি। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড দু’টি সিরিজেই দলকে শুরুতেই সাফল্য এনে দিয়েছিলেন সিরাজ।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ঝুলিতে মাত্র ২১টি একদিনের ম্যাচ। নিয়েছেন ৩৮ উইকেট। এরমধ্যে শ্রীলঙ্কা (Sri Lanka) ও নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে গত দুই সিরিজে নিয়েছেন মোট ১৪টি উইকেট। আর সেই সুবাদে ট্রেন্ট বোল্টকে (Trent Bolt) সরিয়ে আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ের (ICC ODI Mens Ranking) শীর্ষে চলে গেলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। বোল্ট নেমে এসেছেন তিন নম্বরে। দ্বিতীয় স্থানে রয়েছেন জশ হ্যাজেলউড (Josh Hazlewood)। সিরাজের এমন উত্থানের পর স্বভাবতই স্বস্তি পেয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। পিঠের চোটের জন্য এমনিতেই অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম দুই টেস্টে (Border Gavaskar Trophy 2023) নেই জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। অজিদের বিরুদ্ধে নামার আগে সিরাজের এই উত্থান যে ভারতীয় শিবিরকে স্বস্তি যোগাবে, এমনটা কিন্তু বলে দেওয়াই যায়।
সিরাজের শীর্ষে যাওয়া নিয়ে রোহিত বলেছেন, "ও গত এক বছরে দারুণ পারফর্ম করেছে। দল ওর কাছ থেকে কী প্রত্যাশা করছে সেটা সিরাজ খুব ভালোভাবে জানে। নতুন বলে সিরাজ অনবদ্য। এমনকি মাঝের ওভারে পুরনো বলে দারুণ রিভার্স সুইং করাতে পারে। সেইজন্যই এত সাফল্য পাচ্ছে।'
আরও পড়ুন: Shubman Gill: বিরাট-রোহিতের ব্যাট করার অভিজ্ঞতা কেমন? জবাব দিলেন শুভমন
আরও পড়ুন: Jasprit Bumrah and Rohit Sharma: কবে মাঠে ফিরবেন বুমরা? বড় মন্তব্য করে দিলেন চাপে থাকা রোহিত
গত দুই বছর একদিনের ক্রিকেটে খুব ভাল ছন্দে রয়েছেন সিরাজ। দেশের মাটিতে ব্যাটিং সহায়ক পিচেও নতুন বলে আগুন ঝরিয়েছেন তিনি। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড দু’টি সিরিজেই দলকে শুরুতেই সাফল্য এনে দিয়েছিলেন সিরাজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন। এরপর কিউইদের বিরুদ্ধেও জ্বলে উঠেছিলেন। নিয়েছেন ৩ ম্যাচে ৫ উইকেট। আসলে গত ১২ মাসে পারস মাম্বরের তত্বাবধানে নিজেকে অনেকটা ঘষেমেজে নিয়েছেন সিরাজ। আর সেই পরিশ্রমের পুরস্কার পেলেন ২৮ বছরের জোরে বোলার।