`ট্রফি পেলেই উপহার` বড়দিনে মহমেডানে বড় দায়িত্ব নিয়ে বললেন Sankarlal
শুক্রবার সকালেই মহমেডানের ক্লাব সচিব ওয়াসিম আক্রম এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন শঙ্করলাল চক্রবর্তী (Sankarlal Chakraborty)।
নিজস্ব প্রতিবেদন: বেশ কয়েকদিন ধরেই ময়দানে জল্পনা চলছিল। আবশেষে বড়দিনে সিলমোহর পড়ল। আসন্ন আই লিগে মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club) টেকনিক্যাল ডিরেক্টরের (Technical Director) দায়িত্ব সামলাবেন শঙ্করলাল চক্রবর্তী (Sankarlal Chakraborty)।
সঞ্জয় সেনের সহকারি হিসেবে, পরে মোহনবাগানের হেড কোচের দায়িত্ব সামলেছেন শঙ্করলাল (Sankarlal Chakraborty)। আই লিগ কোয়ালিফায়ারে ভবানীপুরের দায়িত্ব সামলেছেন। এবার আই লিগে বাংলার একমাত্র দল কলকাতার তিন প্রধানের এক প্রধান মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting Club) ক্লাবের টিডি-র দায়িত্বে শঙ্করলাল চক্রবর্তী (Sankarlal Chakraborty)।
আরও পড়ুন - Christmas 2020: বড়দিনে মন ভালো নেই Rohit Sharma'র
মহমেডান টিডি-র দায়িত্ব নেওয়ার পর, জি ২৪ ঘণ্টা ডিজিটালকে দেওয়া এক সাক্ষাত্কারে শঙ্করলাল চক্রবর্তীর মুখে চ্যালেঞ্জের কথা।
প্রশ্ন: হেড কোচ ছিলেন। এবার টেকনিক্যাল ডিরেক্টর। দায়িত্বটা কি বাড়ল?
শঙ্করলাল চক্রবর্তী: বিষয়টা ফুটবল সংক্রান্তই।একটু এদিক-ওদিক আছে। তবে বাড়তি তো একটা দায়িত্বই। কারণ মহমেডানের মতো একটা ক্লাব।তারা কোচের ওপর আমাকে রাখছে। আসলে চাইছে... আমি যেটা অনুভব করলাম। মহমেডানের সেক্রেটারি ওয়াসিম আর আমার বন্ধু দীপেন্দু যে যতটা টেকনিক্যালই শক্ত থাকা যায়। আরও কিছু ইনপুট দেওয়া। সময়টাতো খুবই কম। সেকারণে আমাকে যখন অফারটা দিল তখন অত্যন্ত আনন্দিত হলাম। কারণ একটা নতুন চ্যালেঞ্জ। যেটা আমি উপলব্ধি করলাম। এবং সেই দায়িত্ব গ্রহণ করলাম।
প্রশ্ন: বড়দিনে বড় উপহার? না বড় চ্যালেঞ্জ বলবেন?
শঙ্করলাল চক্রবর্তী: উপহার তখনই হবে যদি ট্রফিটা পাই। প্রত্যেকটা কাজেই তো একটা চ্যালেঞ্জ থাকে। ভারতবর্ষের ফুটবলে মহামেডান ক্লাবের একটা বিরাট নাম। এবছর ওরা দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে উঠেছে। তাদের গতি প্রকৃতি সামনের দিকেই এগোচ্ছে। সামনের দিকে এগোনোর রাস্তায় আমাকে নিয়েছে ওরা। এখন আমারও কাজ টিমটাকে আরও সামনে তুলে ধরা।
প্রশ্ন: প্রাথমিক টার্গেট কী আপনার?
শঙ্করলাল চক্রবর্তী: প্রথম টার্গেট হল আই লিগের প্রথম ছয় দলের মধ্যে থাকা। প্রথম ছটা টিম চ্যাম্পিয়নশিপে খেলবে। পয়েন্ট যেখানে ক্যারি ফরোয়ার্ডের নিয়ম নেই। অতএব ছ জনের মধ্যে থাকাটাই প্রথম লক্ষ্য। তারপর যখন চ্যাম্পিয়নশিপটা খেলব তখন সেইভাবে অঙ্ক করা হবে যে কোন পরিকল্পনায় চ্যাম্পিয়ন ট্রফিটা পাওয়া যায়।
শুক্রবার সকালেই মহমেডানের ক্লাব সচিব ওয়াসিম আক্রম এবং ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাসের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন শঙ্করলাল চক্রবর্তী (Sankarlal Chakraborty)। আগামী ৯ জানুয়ারি শুরু আই লিগ। প্রথম দিনই মাঠে নামছে মহমেডান। প্রতিপক্ষ সুদেভা দিল্লি এফসি। সাত বছর পর আই লিগের মূলপর্বে খেলতে নামবে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting Club)।
আরও পড়ুন- Merry Christmas: সান্তার সাজে Sachin, ক্রিসমাসের শুভেচ্ছা মাস্টারের