নিজস্ব প্রতিবেদন : অ্যাওয়ে ম্যাচে গোকুলাম আর ঘরের মাঠে আইজলের বিরুদ্ধে ড্র করার পর চলতি মরশুমে আই লিগের তৃতীয় ম্যাচে অবশেষে জয়ের মুখ দেখল মোহনবাগান। শনিবার কটকের বারাবটি স্টেডিয়ামে ইন্ডিয়ান অ্যারোজকে ২-০ গোলে হারাল মোহনবাগান। বাগানের হয়ে জোড়া গোল করেলন ডিপান্ডা ডিকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ঘরের মাঠে জয়ে ফিরল এটিকে


তরুণ ফুটবলারদের নিয়ে গড়া ইন্ডিয়ান অ্যারোজের কোচ ফ্লয়েড পিন্টোর রণকৌশল ছিল, রক্ষণাত্মক খেলে মোহনবাগানকে আটকে দেওয়া। কিন্তু শনিবার ম্যাচের ৩০ মিনিটেই মোহনবাগানকে এগিয়ে দেন ডিপান্ডা ডিকা। আর প্রথমার্ধের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে বাগানের হয়ে ব্যবধান বাড়ান সেই ডিকাই। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে রণনীতি বদল করেন অ্যারোজ কোচ পিন্টো। আক্রমণাত্মক খেললেও হার বাঁচাতে পারেননি তারা। শেষ পর্যন্ত স্কোরলাইন অপরিবর্তিত থাকে। ২-০ গোলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান।



ম্যাচের পরে বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী বলেন, "আমরা জয়ের লক্ষ্য নিয়েই কটকে এসেছিলাম। সব চেয়ে খুশি কোনও গোল না খেয়ে ম্যাচ জেতায়।" ম্যাচের পরে ডিকা বলেন,"গোল পেয়ে দারুণ আনন্দ হচ্ছে। হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। জয়ের কৃতিত্ব একা আমার নয়, পুরো দলেরই।"



তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে আই লিগের পয়েন্ট টেবিলে তিন নম্বরে মোহনবাগান। সমসংখ্যক ম্যাচ খেলে সাত পয়েন্ট নিয়ে শীর্ষে চেন্নাই সিটি এফসি। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। মোহনবাগানের পরের ম্যাচ ২০ নভেম্বর রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে শ্রীনগরে। অ্যারোজ ম্যাচ জিতেই যেন রিয়াল কাশ্মীর ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন শঙ্করলাল চক্রবর্তী।