ওয়েব ডেস্ক: শেষ ল্যাপে মোহনবাগান নির্বাচন। সোমবার বিকেলে মনোনয়ন জমা দিল শাসক আর বিরোধী গোষ্ঠী। বিকেল পাঁচটার কিছু আগে সভাপতি টুটু বসুকে সামনে রেখে ক্লাবে এসে মনোনয়ন জমা দিয়ে যায় ক্লাবের শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠীর প্যানেলে সেভাবে কোনও চমক নেই। মাঠ সচিব হিসাবে লড়াই করবেন বাবুন ব্যানার্জি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সত্যজিত চ্যাটার্জি ফুটবল সচিব হিসাবে লড়াই করায়, টেনিস সচিব পদে লড়বেন উত্তম সাহা। প্রাক্তন ফুটবলার হিসাবে প্যানেলে আছেন বিদেশ বোস। কার্যকরী কমিটিতে আছেন স্বাধীন মল্লিকও।


বিরোধী গোষ্ঠীতে সবচেয়ে বড় চমক পদ্মশ্রী পাওয়া বিমল রায়ের উপস্থিতি। সৃঞ্জয় বোসের বিরুদ্ধে সহসচিব পদে লড়াই করবেন তিনি। সচিব আর ফুটবল সচিব পদে বলরাম চৌধুরী আর সুব্রত ভট্টাচার্য ছাড়াও প্যানেলে অর্থ সচিব হিসাবে রয়েছেন বাণীব্রত ব্যানার্জি। কার্যকরী সমিতিতে বিরোধী গোষ্ঠীতে রয়েছেন তৃণমূলের শোভনদেব চ্যাটার্জি আর অতীন ঘোষ। ৯ হাজার ১৩৫ জন ভোটার এদের ভাগ্য পরীক্ষা করবেন। দশই মে সম্ভবত হতে চলেছে মোহনবাগানের হেভিওয়েট নির্বাচন।