নিজস্ব প্রতিবেদন : প্রত্যাশা মতোই ময়দানের বহুচর্চিত মোহনবাগান নির্বাচনে জিতল টুটু বসুর গোষ্ঠী। তাও আবার প্রতিপক্ষকে একেবারে হোয়াইটওয়াশ করে দিয়ে। অঞ্জন মিত্র গোষ্ঠীর প্যানেলের বিরুদ্ধে ২১-০ গোলে জয় টুটু-টুম্পাইদের। বিপুল ভোটে বাগান নির্বাচনে জিতেই আই লিগকেই পাখির চোখ করছেন মোহনবাগানের নতুন সচিব টুটু বসু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাগবিতন্ডা, ঝামেলা, উত্তেজনা নয় - রবিবার ময়দানে মোহনবাগান তাঁবুতে 'ফিল গুড' পরিবেশে নির্বিঘ্নেই হল নির্বাচন প্রক্রিয়া। ৮৫৫৪ জন ভোটারের মধ্যে ভোট দেন ৪৯৫২ জন। ব্যালট বক্স দেরিতে আসায় ভোট শুরু হয় আধ ঘণ্টা দেরিতে। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। বহু প্রাক্তন ফুটবলার, রাজ্যের অনেক মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও আমলাদের দেখা যায় এদিন ভোটের লাইনে। মহিলা ভোটারদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। হাইকোর্টের নির্দেশে নির্বাচন পরিচালনা করেন তিন অবসরপ্রাপ্ত বিচারপতি।


কোন পদেই তেমন লড়াই করতে হল না স্বপন সাধন বসুদের। সচিব পদে আগেই অঞ্জন মিত্র মনোনয়ন প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হলেন টুটু বসু। বিপুল ভোটে সহ সচিব পদে জয়ী হলে সৃঞ্জয় বসু।  


বাকি বিভিন্ন পদে কে কত ভোট পেলেন আর কে জিতলেন দেখে নিন..


 পদ  জয়ী  পরাজিত
সচিব   টুটু বসু (বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী)  
সহ -সচিব  সৃঞ্জয় বসু (৪০৩৭ ভোট)  অশোক কুমার গুছাইত (৭৫২ ভোট)
কোষাধ্যক্ষ  সত্যজিত্ চ্যাটার্জি (৩৭৫৩ ভোট)  মদন দত্ত (১০২৩ ভোট)
অর্থ সচিব  দেবাশিস দত্ত (৩৬৭৫ ভোট)  সোমনাথ ব্যানার্জি (৯৫৫ ভোট)
ক্রিকেট সচিব  সম্রাট ভৌমিক  (৩৮৫২ ভোট)  অর্ঘ্য ঘোষ (৮৫৩ ভোট)
টেনিস সচিব  সঞ্জয় ঘোষ (৩৬৭৫ ভোট)  সোমনাথ ঘোষ (৮৯৫ ভোট)
মাঠ সচিব  উত্তম সাহা (৩৪৫৫ ভোট)  স্বাধীন মল্লিক (১২২৯ ভোট)
হকি সচিব  মহেশ তেকরিওয়াল (৩৬৮৭ ভোট)  শৈলেন্দ্রনাথ ঘোষ (২৬৪ ভোট)
ফুটবল সচিব  স্বপন বন্দ্যোপাধ্যায় (২৯৭৮ ভোট)  দেবাশিস রায় (১৪৮৫ ভোট)
ইয়ুথ ফুটবল সচিব  বিদেশ বসু (৩৫৮৪ ভোট)  সোহিনী মিত্র চৌবে (১০০৯ ভোট)
অ্যাথলেটিক্স সচিব  দেবাশিস মিত্র (৩৪৮৯ ভোট)  কাশীনাথ দাস (১২০০ ভোট)