সুপার কাপ খেলতে শুক্রবার ভুবনেশ্বর যাচ্ছে মোহনবাগান
`ভারসাম্য রেখে খেলতে হবে সুপার কাপে। কারণ এটা নক আউট টুর্নামেন্ট। দল বদলের প্রভাব একটা পড়তে পারে খেলায়...`
ওয়েব ডেস্ক : মরসুমের শেষে এবার মোহবাগানের সামনে মিশন সুপার কাপ। সুপার কাপে খেলতে শুক্রবার সকালেই ভুবনেশ্বর রওনা দিচ্ছে শঙ্করলাল চক্রবর্তীর দল।
সুপার কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে রবিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। সুপার কাপের জন্য মোহনবাগানের নির্বাচিত ১৮ জনের দলে রয়েছেন- ডিপান্ডা ডিকা, স্যামুয়েল কেন, শিল্টন পাল,শঙ্কর রায়,গুরজিন্দর কুমার,কিংসলে, কিংশুক দেবনাথ, কিনোয়াকি ইয়োটা, আক্রাম মোঘরাবি, অরিজিত্ বাগুই, রানা ঘড়ামি, সুরচন্দ্র সিং, ক্যামেরন ওয়াটসন, নিখিল কদম, রেনিয়ের ফার্নান্ডেজ, বিখোখেই, সেখ ফৈয়াজ এবং দেবব্রত রায়।
বৃহস্পতিবার অনুশীলন শেষে কোচ শঙ্করলাল চক্রবর্তী জানান, "ভারসাম্য রেখে খেলতে হবে সুপার কাপে। কারণ এটা নক আউট টুর্নামেন্ট। দল বদলের প্রভাব একটা পড়তে পারে খেলায়, সেই জন্য ফুটবলারদের নিয়ে কাউন্সিলিং করিয়েছি।" আই লিগ, কলকাতা লিগ এবং আই লিগের পর এবার সুপার কাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ রয়েছে ডিপান্ডা ডিকার সামনে। সেই ডিকা বলেন, "শুধু চার্চিলকে হারানো নয়, আমরা সুপার কাপ জিততে চাই। আমরাও আইএসএলের দলকে হারাতে পারি।"
আরও পড়ুন- বদল হল আইপিএলের সূচি