জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে অপ্রতিরোধ্য মোহনবাগান! অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এসফিকে এবার হারালেন  জুয়ান ফেরান্দোর ছেলেরা। পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল সুবজ মেরুন ব্রিগেড। খেলার ফল ৩-২। মোহনবাগানের হয়ে গোল করলেন সাদিকু, লিস্টন কোলাসো ও কিয়ান নাসিরি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IND vs SA | World Cup 2023: বিশ্বকাপের টিকিট বিক্রিতে অস্বচ্ছতা! কলকাতা পুলিসের নজরে BCCI, CAB


খাতায়-কলমে দুর্বল দল জামশেদপুস এফসি। কিন্তু ঘরের মাঠে ম্যাচে শুরুতে দাপট ছিল তাদের-ই। উল্টো দিকে  ডিফেন্ডার আনোয়ার আলি,  জেসন কামিন্স ও হুগো বুমোসকে ছাড়াই খেলতে নেমেছিল মোহনবাগান। 


 



ম্যাচের বয়স তখন ৭ মিনিটে। গোল করে এগিয়ে যায় জামশেদপুরে। গোলকিপারের কাছে থেকে আসা ফিরতি বলে জোরালো শটে জালে জড়িয়ে দেন  সানান। এরপর ম্যাচে ফেরে মোহনবাগান। ২৯ মিনিটে গোল করেন সাদিকু। দ্বিতীয়ার্ধে  ৫০ মিনিটে লিস্টন কোলাসো ও ৭৩ মিনিটে কিয়ান নাসিরি গোল করেন।  পরপর ৪ ম্যাচে জয়। আইএসএলে শীর্ষস্থান ধরে রাখল মোহনবাগান।


আরও পড়ুন:  South Africa | World Cup 2023: ভারতকে টপকে শীর্ষে রামধনু দেশে! ডি ককদের দাদাগিরিতে ১৯০ রানে কিউয়ি বধ


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)