নিজস্ব প্রতিবেদন: আই লিগের চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে মরিয়া লালহলুদ। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর লড়াই সবুজমেরুনের। ডুডু বনাম আক্রমের লড়াই দেখার অপেক্ষায় যুবভারতী। রবিবার ভারতীয় ফুটবলের সেরা ম্যাচ। আই লিগে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুপার সান ডে-তে ভারতীয় ফুটবলের সেরা বক্সঅফিস। যুবভারতীতে ঘটি-বাঙালের নব্বই মিনিটের লড়াই। যে লড়াই বাংলার আপামর ফুটবল জনতাকে দুভাগ করে দেয় একদিনের জন্য। মেগা দ্বৈরথের আগে যুযুধান দুপক্ষ দুই জায়গায় দাঁড়িয়ে।


ডার্বির আগে কিছুটা নড়বড়ে মোহনবাগান। সবুজমেরুনে নেই সেরা তারকা সোনি নর্ডি। খেতাবি লড়াইয়ে কিছুটা পিছিয়েও বাগান। অন্যদিকে আই লিগের প্রথম বড় ম্যাচ হারের পর অপরাজিত ইস্টবেঙ্গল। তবে চ্যাম্পিয়নশিপ ফাইটে মিনার্ভাকে চাপে রাখতে ডার্বিতে জিততে মরিয়া মশাল বাহিনী। দুই শিবিরে দুই ছবি। তবে দুটো দলের টার্গেট এক। তিন পয়েন্ট। পিছিয়ে থাকা মোহনবাগান অল আউট যাবে জয়ের জন্য। তাই প্রস্তুত খালিদ। অন্যদিকে সতর্ক শঙ্করলাল।


আরও পড়ুন-দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত


ডার্বির মহড়ায় নিজের প্রথম একাদশ প্রায় ঠিক করে ফেলেছেন খালিদ জামিল। তিন পয়েন্টের খোঁজে জোড়া বিদেশি স্ট্রাইকারে যাচ্ছেন আই লিগজয়ী কোচ। ফরওয়ার্ডে প্লাজার সঙ্গে ডুডু। মাঝমাঠে খালিদের দুই ভরসা আমনা ও কাতসুমি। অন্যদিকে পেটের সমস্যায় শনিবার অনুশীলন করতে পারেননি মোহনবাগান অভিজ্ঞ গোলরক্ষক শিল্টন পাল। ডার্বিতে শিল্টনের খেলা কার্যত অসম্ভব।


রক্ষণ ও মাঝমাঠকে জমাট রেখে ডার্বিতে নামতে চাইছেন শঙ্করলাল। মোহনবাগান জার্সিতে বড় ম্যাচেই অভিষেক হতে চলেছে নতুন বিদেশি আক্রম মোগরাবির। বাগানের স্ট্রাইকিং লাইনে আক্রমের সঙ্গে ডিপান্ডা ডিকা। একদিকে ড়ুডু অন্যদিকে  আক্রম। দুই নতুন বিদেশি কেমন খেলেন সেটাই বড় ম্যাচের ভাগ্য ঠিক করে দিতে চলেছে।