নিজস্ব প্রতিবেদন: ট্রাউকে হারিয়ে আই লিগে ঘুরে দাঁড়াল মোহনবাগান। চার্চিলের কাছে চার গোল হজম করার পরের ম্যাচই প্রতিপক্ষকে চার গোল দিল ভিকুনার দল। ডগলাসের ট্রাউয়ের বিরুদ্ধে কার্যত একচ্ছত্র দাপট দেখাল সবুজ-মেরুন ব্রিগেড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার ইম্ফলে নেরোকাকে চার-এক গোলে হারিয়ে আই লিগে প্রথম জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। বুধবার মণিপুরের অপর দল ট্রাউকে চার-শূন্য গোলে হারিয়ে আই লিগে প্রথম জয় পেল সবুজ-মেরুনও। অ্যাসিড টেস্টে দলে জোড়া পরিবর্তন করেছিলেন ভিকুনা। স্কোয়াডে রাখেননি বিদায় নিশ্চিত হয়ে যাওয়া সালভাকে।



আরও পড়ুন- বল বয়ের সঙ্গে দুর্ব্যবহার,সাসপেন্ড কোলাডো, চাপে ইস্টবেঙ্গল


প্রথম দশ মিনিটেই গোল পেয়ে যায় সবুজ-মেরুন। খেলার ছয় মিনিটেই ফ্রান গঞ্জালেসের গোলে এগিয়ে যায় মোহনবাগান। আটত্রিশ মিনিটে আশুতোষ মেহতার দুরন্ত ক্রশ থেকে ব্যবধান বাড়ান সুহের। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রান গঞ্জালেসের দ্বিতীয় গোলে বাগানের জয় নিশ্চিত হয়ে যায়। ট্রাউয়ের কফিনে শেষ পেরেক পোঁতেন সুপার সাব শুভ ঘোষ। পরপর দু ম্যাচে পরিবর্ত হিসাবে নেমে গোল পেলেন তরুণ স্ট্রাইকার। ট্রাউ ম্যাচে জয় তিন পয়েন্টের পাশাপাশি স্বস্তি ফেরাল বাগান ড্রেসিংরুমে।