আই লিগে অ্যারোজ বধ বাগানের
ম্যাচের ২৬ মিনিটে ডিকার গোলেই প্রথমে এগিয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। বিরতির আগে আক্রম মোঘরাবির গোলে ব্যবধান বাড়িয়ে নেয় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে অবশ্য কোনও দলই আর গোলসংখ্যা বাড়াতে পারেনি। ২-০ গোলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান।
নিজস্ব প্রতিবেদন: আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার কোনও সম্ভাবনা নেই, তবু শেষ লগ্নে এসে মোহনবাগানের মোটিভেশন কী? বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তীর সাফ জবাব ভাল জায়গায় লিগ শেষ করা। সেই লক্ষ্যেই মঙ্গলবার ইন্ডিয়ান অ্যারোজকে ২-০ গোলে হারাল মোহনহাগান।
আরও পড়ুন- নতুন মাইলস্টোন মায়াঙ্কের, বিজয় হাজারে কর্ণাটকের
গোয়ার তিলক ময়দানে মঙ্গলবার লুইস নর্টন দি ম্যাতোসের ছেলেদের বিরুদ্ধে ঘরের মাঠে না জিততে পারার আফশোসটা মিটিয়ে নিল ডিকারা। ম্যাচের ২৬ মিনিটে ডিকার গোলেই প্রথমে এগিয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। বিরতির আগে আক্রম মোঘরাবির গোলে ব্যবধান বাড়িয়ে নেয় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে অবশ্য কোনও দলই আর গোলসংখ্যা বাড়াতে পারেনি। ২-০ গোলে ম্যাচ জিতে নেয় মোহনবাগান।
আরও পড়ুন- ত্রিদেশীয় সিরিজে নেই ম্যাথিউজ!
এই ম্যাচ জিতে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগে চার নম্বরেই থেকে গেল মোহনবাগান। নেরোকা বধের পর ,অ্যারোজ বধ - পর পর দু'টো অ্যাওয়ে ম্যাচ জিতে শনিবার আরও একটি অ্যাওয়ে ম্যাচে চার্চিলকে হারানোর লক্ষ্যে শঙ্করের ছেলেরা।
খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়