ওয়েব ডেস্ক : শুক্রবার লিগ শীর্ষে থাকা মিনার্ভাকে হারিয়ে চেন্নাই সিটি হঠাত্ করেই আই লিগ জয়ের ক্ষীণ সম্ভবনা এনে দেয় মোহনবাগানের সামনে। এরপর শনিবার গোয়ায় চার্চিল ব্রাদার্সকে হারিয়ে অঙ্কের বিচারে লিগ জয়ের আশা জিইয়ে রাখল সবুজ-মেরুন ব্রিগেড।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গোয়ার তিলক ময়দানে শনিবার চার্চিল ব্রাদার্স-মোহনবাগান ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৪ মিনিটে নিখিল কদমের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৭৪ মিনিটে মনডের গোলে সমতায় ফেরে চার্চিল। ২ মিনিট পরেই আক্রাম মোঘরাবির গোলে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান। নিজের পুরোনো দলের বিরুদ্ধে গোল করে আক্রম এবারের লিগে মোহনবাগানের আশা টিকিয়ে রাখল।


আরও পড়ুন- ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন সাকিব


চার্চিলকে ২-১ গোলে হারিয়ে অ্যাওয়ে ম্যাচে জয়ের হ্যাটট্রিক করল মোহনবাগান। নেরোকা, ইন্ডিয়ান অ্যারোজ বধের পর শনিবার চার্চিল বধ বাগানের। ১৭ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আই লিগের পয়েন্ট টেবিলে ৩ নম্বরে উঠে এল মোহনবাগান। অন্যদিকে হেরে আই লিগে অবনমন বাঁচানোর লড়াই এখন গোয়ার দলটির সামনে। লিগের শেষ ম্যাচে চার্চিলের সামনে মিনার্ভা। মোহনবাগান আই লিগের শেষ ম্যাচ খেলবে মঙ্গলবার গোকুলামের বিরুদ্ধে।


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়