নিজস্ব প্রতিবেদন : নেতাজি ইনডোর স্টেডিয়াম নয়, এবার মোহনবাগানের নির্বাচন হবে নিজেদের মাঠেই। আগামী ২৮ অক্টোবর নিজেদের মাঠেই হবে মোহনবাগান ক্লাবের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার প্রাক্তন তিন বিচারপতি অসীম রায়, সুশান্ত চ্যাটার্জি এবং দিলীপ শেঠ আলোচনায় বসেন তিন বাগান কর্তার সঙ্গে। সৃঞ্জয় বোস, বিশ্বব্রত বসু মল্লিক এবং সোহিনী মিত্রের সঙ্গে সেই আলোচনাতেই ভোটকেন্দ্র হিসেবে নির্বাচিত হয় মোহনবাগান মাঠ।


এই প্রথম নয়, এর আগেও নিজেদের মাঠে ক্লাব নির্বাচন হয়েছে মোহনবাগান। নির্বাচন ইস্যুতে তিন সদস্যের নিযুক্ত কমিটি সাফ জানিয়ে দিয়েছে, ওইদিন বৈধ ভোটারকার্ড নিয়েই কেবলমাত্র টেন্টে ঢুকতে পারবেন বাগান সদস্যরা। সঙ্গে বৈধ পরিচয়পত্রও আবশ্যিক। ক্লাবের সদস্যকার্ড অবশ্যই হতে হবে ২০১৭-১৮ বা ২০১৮-১৯ মরশুমের। ইতিমধ্যেই নির্বাচন কেন্দ্র হিসেবে মোহনবাগান ক্লাবের মাঠ পরিদর্শন করে গেছে তিন সদস্যের কমিটি। ৯ অক্টোবর চূড়ান্ত পরিদর্শনের পর ভোটকেন্দ্র সাজানোর পরিকল্পনা করা হবে। নির্বাচনে প্রার্থীসংখ্যা ৫১ জন। সচিব পদে টুটু বসুর বিরুদ্ধে অঞ্জন মিত্র নাম প্রত্যাহার করে নেওয়ায় সচিব পদে নির্বাচন হচ্ছে না। নিজেদের মাঠেই প্রায় সাড়ে আট হাজার সবুজ-মেরুন ভোটার আগামী ২৮ অক্টোবর আগামী তিন বছরের জন্য কোর কমিটি চূড়ান্ত করবেন।