ওয়েব ডেস্ক : রবিবার কটকে ফেড কাপের মেগা ফাইনাল। মহানদীর ধারে মোহনবাগান-বেঙ্গালুরু দ্বৈরথ। পরপর দুবার ফেড কাপ জেতার সামনে দাঁড়িয়ে সবুজমেরুন। মেগা ম্যাচে চেনা ছকেই দল সাজাচ্ছেন সঞ্জয় সেন। সোনি, কাতসুমিদের ফর্মটাই এগিয়ে রাখছে বাগানকে। সাম্প্রতিক সময়ে টানা দুবার কেউ ভারতের দ্বিতীয় সেরা টুর্নামেন্টটা জেতেনি। সুপার সান্ডের সন্ধেয় ১৫তম ফেড কাপ জেতার সামনে দাঁড়িয়ে সঞ্জয় সেনের দল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত সপ্তাহে বড় ম্যাচ জিতে ফেড ফাইনালে উঠেছে সবুজমেরুন। অন্যদিকে আইজলকে হারিয়ে খেতাবের কাছাকাছি বেঙ্গালুরু। তবে টুর্নামেন্টে ফর্মের বিচারে কিছুটা হলেও এগিয়ে বাগান। ছন্দে রয়েছেন ডাফি, সোনি, বলবন্ত সিং-রা। বাগানের ফরওয়ার্ড লাইন বনাম বেঙ্গালুরুর রক্ষণ। ফেড ফাইনালে এটাই ক্যাচলাইন। খুব কাছাকাছি এসেও আই লিগটা জেতা হয়নি। তাই যেকোনও মূল্যে ফাড কাপটা জিততে চাইছেন বাগান কোচ।


আরও পড়ুন- ক্রিকেটেও ডার্বি ঘিরে বিতর্কে ইস্টবেঙ্গল-মোহনবাগান


শনিবার তীব্র গরমের মধ্যে কটকের কলেজ মাঠে অনুশীলন করেন বাগান ফুটবলাররা। শনিবার বিশ্রাম নিলেও ফাইনাল খেলতে সমস্যা হবে না এডুয়ার্ডোর। মেগা ম্যাচে চেনা ছকেই দল সাজাচ্ছেন সঞ্জয় সেন। গোলে দেবজিত। রক্ষণে প্রীতম, শুভাশিস, এডুয়ার্ডো ও আনাস। মাঝমাঠে শৌভিক, শেহনাজ, সোনি ও কাতসুমির। ফরওয়ার্ডে বলবন্ত ও ডাফি। ফাইনালের কথা মাথায় রেখে টাইব্রেকার অনুশীলনও করানো হয়েছে। দ্বৈরথের আগে সতর্ক মোহন কোচ। ফুটবলারদের তিনি বলেছেন ট্রফি জিততে না পারলে ভাল খেলার দাম থাকবে না। রানার্সদের কেউ মনে রাখে না। সবুজ মেরুন ফুটবলাররাও কোচের পেপটকে উদ্দীপ্ত। সোনিরাও তাই ট্রফি নিয়েই কলকাতা ফিরতে মরিয়া।