নিজস্ব প্রতিবেদন : গতবার বাদ দিলে আইজল বারবারই খালি হাতে ফিরিয়েছে মোহনবাগানকে। সঞ্জয় সেনের জমানায় দু-দুবার পাহাড়ে গিয়ে হারতে হয়েছে সবুজ-মেরুনকে। পাহাড়ে আই লিগ খেতাব জয় অধরা থেকে গেছিল মোহনবাগানের। এবার সেই আইজলের ডেরায় আই লিগ অভিযান শুরু করছে ভিকুনার দল। অ্যাওয়ে ম্যাচে কঠিন পরস্থিতিতেও তিন পয়েন্ট নিয়েই ফিরতে চাইছেন বেইটিয়ারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাহাড়ে খেলতে যাওয়ার আগে হোমওয়ার্ক সেরে নিয়েছেন স্প্যানিশ কোচ। স্ট্যানলি রোজারিও দলের খুঁটিনাটি তুলে নিয়েছেন নিজের ল্যাপটপে। সেইভাবেই স্ট্র্যাটেজি সাজাচ্ছেন ভিকুনা। প্রায় কুড়িটা ম্যাচ খেলে আই লিগ অভিযানে নামছে মোহনবাগান। তাই বেইটিয়াদের হেডস্যার বলছেন তার দল তৈরি।


আরও পড়ুন-  ছেলে-মেয়ের নামে ভুয়া অ্যাকাউন্ট, ক্ষুব্ধ সচিন তেন্ডুলকর


বৃহস্পতিবার সকালে আইজল গিয়ে বিকেলে অনুশীলন করার কথা বাগান ফুটবলারদের। কৃত্রিম ঘাসের মাঠে মানিয়ে নেওয়ার জন্য দুটো সেশন পাচ্ছেন ফ্রান মোরান্তেরা। ভিকুনা ঠিক করেই রেখেছেন যে সেন্ট্রাল ডিফেন্সে জোড়া বিদেশি ডিফেন্ডার খেলাবেন। মোরান্তের সঙ্গে ফ্রান গঞ্জালেস খেলবেন না সাইরাস,তা ঠিক হবে আইজলে জোড়া অনুশীলনের পরই।