Money Heist `প্রফেসর` নাকি Kabir Singh? Virat Kohli ভাইরাল হলেন এই ছবিতে
কেউ কেউ বিরাটকে বলছেন, নেটফ্লিক্স (Netflix)-এর বিখ্যাত ওয়েব সিরিজ `মানি হেইস্ট`-এর (Money Heist) প্রফেসর, কেউ আবার জনপ্রিয় বলিউড ছবি `কবীর সিং`-এর শাহিদ কাপুরকে খুঁজে পাচ্ছেন বিরাটের মধ্যে।
নিজস্ব প্রতিবেদন: ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) শুধুই ক্রিকেট আদর্শই নন, তিনি অনেকের কাছে স্টাইল আইকনও। মাঠে ও মাঠের বাইরে সবসময়ে খবরে থাকেন বাইশ গজের কিং। সম্প্রতি কোহলির একটি ফটোশপ করা ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে হলুদ গোলগলা টি-শার্ট পরিহিত কোহলিকে। কিন্তু অনেকটাই অচেনা লুকে তিনি। চেনা সাইড ট্রিম করা চুল অনেকটা বেড়ে গিয়েছে, পাশাপাশি ট্রিমড দাড়ির বদলে এক গাল ভর্তি দাড়ি। ছবি দেখে অনেকই বিরাটের সঙ্গে কিছু জনপ্রিয় চরিত্রের মিল পাচ্ছেন। কেউ কেউ বিরাটকে বলছেন, নেটফ্লিক্স (Netflix)-এর বিখ্যাত ওয়েব সিরিজ 'মানি হেইস্ট'-এর (Money Heist) প্রফেসর, কেউ আবার জনপ্রিয় বলিউড ছবি 'কবীর সিং'-এর শাহিদ কাপুরকে খুঁজে পাচ্ছেন বিরাটের মধ্যে।
আরও পড়ুন: Virat-Rohit ঢুকে পড়লেন হোটেলের বায়ো বাবলে, প্রত্যেকের ঘরেই থাকছে ফিটনেসের যাবতীয় উপকরণ
অন্যদিকে আর কয়েক দিন পরেই ইংল্যান্ড সফরে উড়ে যাবে কোহলির টিম ইন্ডিয়া। আইসিসি-র প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে ১৮-২২ জুন। বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখিভারত-নিউজিল্যান্ড। সাউদ্যাম্পটনের হ্যাম্পশায়ার বোল স্টেডিয়ামে ম্যাচ। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিরাট কোহলি (Virat Kohli) অ্যান্ড কোংয়ের এখন সাময়িক ঠিকানা মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেল। সোমবার হোটেলের বায়ো-বাবলে ঢুকে পড়লেন বিরাট কোহলি, রোহিত শর্মা (Rohit Sharma), অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) মতো মুম্বইয়ের ক্রিকেটাররা। চলে এসেছেন হেড কোচ রবি শাস্ত্রীও (Ravi Shastri)।