ওয়েব ডেস্ক: ফুটবলের ইতিহাসে এটাকে মাঠের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা বলা যেতে পারে। বিপক্ষের ফুটবলারের সঙ্গে সংঘর্ষে এক ফুটবলারের পা দু টুকরো হয়ে ভেঙে দুলছে, হলফ করে বলা যায় এমন দৃশ্য খুব কমই দেখা গেছে । এই ঘটনাই ঘটল চাইনিজ প্রিমিয়ার লিগে। পায়ে মারাত্মক চোট পাওয়ায়  ফুটবল কেরিয়ারই অনিশ্চিত হয়ে পড়ল চেলসির প্রাক্তন স্ট্রাইকার দেম্বা বা-র। ইপিএল ছেড়ে এবার চাইনিজ প্রিমিয়ার লিগের ক্লাব সাংহাই শেনুহাতে যোগ দিয়েছিলেন তারকা এই স্ট্রাইকার। সাংহাই ডার্বি চলাকালীন বিপক্ষ দলের অধিনায়ক সান জিয়াঙের ট্যাকলে পা ভেঙে যায় নিউক্যাসল,ওয়েস্ট হ্যামের মত ক্লাবে খেলা এই ফুটবলারের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সানিয়া আপনার মারা, গালে এই থাপ্পড়টা চিরকাল মনে রাখব



তখন দ্বিতীয়ার্ধের খেলা চলছিল। সানের ট্যাকলে মাটিতে পড়েই যন্ত্রণায় লুটিয়ে পড়েন দেম্বা বা। হাঁটুর তলা থেকে পা ভেঙে দু টুকরো হয়ে যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সাত মাস মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। চোট থেকে সেরে উঠলেও দেম্বা বা আদৌ মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়েও সংশয় থাকছে। দেম্বা বা-র গুরুতর চোটে সমবেদনা জানিয়েছেন বিপক্ষ কোচ এরিকসনও।


আরও পড়ুন  জানেন অলিম্পিকের প্রতীকে রিংগুলোর রঙ কেন ওই পাঁচটা হয়?