ওয়েব ডেস্ক: জীবনের শেষ টেস্ট ম্যাচটা স্মরণীয় করে রাখলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ব্র্যান্ডন ম্যাকালাম। আজ অসি পেসার জোস হ্যাজেলউডের বলে আউট হওয়ার পর টেস্টে শেষ ইনিংস খেলে ফেললেন তিনি। অবসর টেস্টে ম্যাকালাম গড়লেন নানা রেকর্ড।  দেখুন সেগুলি এক নজরে


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) অধিনায়ক এক টেস্টে সর্বাধিক রান-- ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে করেছিলেন ১৪৫ রান। দ্বিতীয় তথা জীবনের শেষ ইনিংসে করলেন ২৭ বলে ২৫ রান। দুই ইনিংস মিলিয়ে ম্যাকালাম টেস্টে করলেন মোট ১৭০ রান। ভাঙলেন ক্যারিবিয়ান কার্ল নুনেসের রেকর্ড। ১৯২৯-৩০ সালে নুনেস দুই ইনিংস মিলিয়ে করেছিলেন ১৫৮ রান।



২) দ্রুততম শতরান-- ৫৪ বলে শতরান। ভেঙে ছিলেন ভিভিয়ান রিচার্ডসের রেকর্ড।



৩) বিশ্বের প্রথম অধিনায়ক হিসেবে ফেয়ারওয়েল টেস্টে শতরান।



৪) দেশের মধ্যে অবসর টেস্টে সর্বাধিক রান নিউজিল্যান্ডের তারকা এই ক্রিকেটারের।