ওয়েব ডেস্ক: আজ ভারতীয় ক্রিকেটের বড় আনন্দের দিন। বলা ভালো, গর্বের দিন। আজ একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই অপরাজিত শতারানের ইনিংস খেললেন লোকেশ রাহুল। এর আগে কোনও ভারতীয়র এমন রেকর্ড ছিল না।  এক ঝলকে দেখে নিন বিশ্ব ক্রিকেটে অভিষেক ম্যাচে সবথেকে বেশি রান করা ব্যাটসম্যান কে কে। তালিকায় দেওয়া হল, ১৫ জনের নাম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ডেসমন্ড হেনেস (ওয়েস্ট ইন্ডিজ) - অভিষেকে রান ১৪৮


২) কলিন ইনগ্রাম (দক্ষিণ আফ্রিকা) - অভিষেকে রান ১২৪


৩) চ্যাপম্যান (হংকং) - অভিষেকে রান ১২৪*


৪) মার্টিন গাপ্তিল (নিউজিল্যান্ড) - অভিষেকে রান ১২২*


৫) অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবোয়ে) - অভিষেকে রান ১১৫*


৬) পল হিউজ (অস্ট্রেলিয়া) - অভিষেকে রান ১১২


৭) নিকোল (নিউজিল্যান্ড) - অভিষেকে রান ১০৮*


৮) মার্টিন লাম্ব (ইংল্যান্ড) - অভিষেকে রান ১০৬


৯) ডেনিস অ্যামিস (ইংল্যান্ড) - অভিষেকে রান ১০৩


১০) সেলিম ইলাহি (পাকিস্তান) - অভিষেকে রান ১০২*


১১) কে এল রাহুল (ভারত) - অভিষেকে রান ১০০*


১২) মর্গান (আয়ারল্যান্ড) - অভিষেকে রান ৯৯


১৩) সন্দীপ পাতিল (ভারত) - অভিষেকে রান ৯৯*


১৪) জ্যাকস (অস্ট্রেলিয়া) - ৯৪


১৫) স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড) - ৯০