২০১৫-তে সব থেকে বেশি কোন খেলোয়াড়ের খোঁজ হয়েছে গুগুলে?
বিরাট কখনও অস্ট্রেলিয়ায়, কখনও বাংলাদেশে। আবার কখনও একান্তে অনুষ্কার সঙ্গে। ফ্যানেদের হয়েছে জ্বালা। কোথায় পাবে স্বপ্নের তারকাকে? একটা ক্লিক আর বিরাট দর্শন। গুগুল থাকতে আর নো চিন্তা। গ্রেট ব্রিটেন থেকে বাংলাদেশ যখন খুশি যেকোনো অবস্থায় বিরাটকে তাঁর অনুগামীদের কাছে এনে দিয়েছে মিষ্টার গুগুল। এবার সেই গুগুলই বলছে, তিনি বিরাটকে খুঁজে দিতে দিতে ক্লান্ত। কারণ, ২০১৫-তে বিরাটই এমন খেলোয়াড় যিনি `Search`-এর মানদণ্ডে হার মানিয়েছেন CR7 ও সচিন তেন্ডুলকরকেও। এত দিন সারা বিশ্বব্যাপী পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খোঁজই হয়েছে সব থেকে বেশি। দ্বিতীয় নম্বরটাই ছিল সেঞ্চুরির সেঞ্চুরি`র মালিক সচিন রমেশ তেন্ডুল্কার। ২০১৫-তে সারা বিশ্বের বিরাট ফ্যানরা বিরাটকে নিয়ে এসেছে এক নম্বরে। বিশ্বাস হচ্ছে না? জেনে নিন-বিরাট বনাম CR7
ওয়েব ডেস্ক: বিরাট কখনও অস্ট্রেলিয়ায়, কখনও বাংলাদেশে। আবার কখনও একান্তে অনুষ্কার সঙ্গে। ফ্যানেদের হয়েছে জ্বালা। কোথায় পাবে স্বপ্নের তারকাকে? একটা ক্লিক আর বিরাট দর্শন। গুগুল থাকতে আর নো চিন্তা। গ্রেট ব্রিটেন থেকে বাংলাদেশ যখন খুশি যেকোনো অবস্থায় বিরাটকে তাঁর অনুগামীদের কাছে এনে দিয়েছে মিষ্টার গুগুল। এবার সেই গুগুলই বলছে, তিনি বিরাটকে খুঁজে দিতে দিতে ক্লান্ত। কারণ, ২০১৫-তে বিরাটই এমন খেলোয়াড় যিনি 'Search'-এর মানদণ্ডে হার মানিয়েছেন CR7 ও সচিন তেন্ডুলকরকেও। এত দিন সারা বিশ্বব্যাপী পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খোঁজই হয়েছে সব থেকে বেশি। দ্বিতীয় নম্বরটাই ছিল সেঞ্চুরির সেঞ্চুরি'র মালিক সচিন রমেশ তেন্ডুল্কার। ২০১৫-তে সারা বিশ্বের বিরাট ফ্যানরা বিরাটকে নিয়ে এসেছে এক নম্বরে। বিশ্বাস হচ্ছে না? জেনে নিন-বিরাট বনাম CR7
উল্লেখ্য এবছর বিসিসিআইয়ের বর্ষ সেরা ক্রিকেটারের সম্মানও পেয়েছেন বিরাট কোহলি।