ব্যুরো: বাংলাকে সন্তোষ জিতিয়ে ভারতসেরা করার পরই বড় পুরস্কার পেলেন মৃদুল ব্যানার্জি। ইস্টবেঙ্গলের নতুন হেড স্যার হলেন চলতি মরশুমে বাংলাকে ভারতসেরা করার কারিগড়। কোচিং কেরিয়ারে প্রথমবার স্বাধীনভাবে লালহলুদের দায়িত্ব পেলেন মৃদুল। অতীতে একবার কিছু মাসের জন্য এককভাবে মোহনবাগানের কোচ হয়ছেন। একাধিকবার সামলেছেন মহমেডান ক্লাব। এবার লালহলুদের কোচ হয়ে বৃত্তটা যেন সম্পূর্ণ করলেন শান্ত স্বভাবের মৃদুল। ট্রেভর মর্গ্যান ইস্তফা দেওয়ার পর ইস্টবেঙ্গল কর্তারা একপ্রকার ঠিকই করে নিয়েছিলেন যে এবার তারা দায়িত্ব তুলে দেবেন মৃদুলের হাতে। সেই মতো কথা বলা হয় নতুন ভাবে গঠিন পরামর্শদাতা কমিটির সঙ্গে। মৃদুলের নামে শিলমহর দেন মনোরঞ্জন ভট্টাচার্য। মঙ্গলবার সকালে মেহতাব,ওয়েডসনদের যখন অনুশীলন করাচ্ছেন মনোরঞ্জন,ভাস্কররা সেই সময় ক্লাবে চলে আসেন মৃদুল। কর্তাদের পাশে বসে দেখেন অনুশীলন। দলের এই কঠিন পরিস্থিতিতে মৃদুলই পারবেন হাল সামলাতে। আশাবাদী মনোরঞ্জন। নয়া চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত মৃদুলও। 



মঙ্গলবার অনুশীলন শেষে ড্রেসিংরুমে ফুটবলারদের সঙ্গে পরিচয়পর্ব সেরে ফেলেন নয়া কোচ। বুধবার সকালে কোচের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামবেন মৃদুল। শুরু হবে তার নতুন ইনিংস।