`স্ট্যাচু অফ ইউনিটি` উন্মোচনের দিনে চেন্নাইতে আত্মপ্রকাশ ৩৫ ফুটের ধোনির
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি সিরিজে অবশ্য ধোনির ফর্মে ভাঁটা চলছে।
নিজস্ব প্রতিনিধি : টি-২০ ক্রিকেটে তাঁর উপর আর আস্থা নেই জাতীয় নির্বাচকদের। একসময় টিমের অটোমেটিক চয়েস মহেন্দ্র সিং ধোনি এখন টিম থেকেই বাদ। ক্রিকেটের ছোট ফরম্যাটে ধোনির কেরিয়ার কার্যত শেষ বলেই ধরে নিয়েছে দেশের ক্রিকেট মহল। তাতে অবশ্য ধোনির ভক্তকূলের উপর কোনও প্রভাব পড়ছে না। ধোনির জনপ্রিয়তাতেও তার কোনও ছাপ নেই। বরং ধোনির জনপ্রিয়তা দিন দিন যেন বেড়েই চলেছে।
আরও পড়ুন- সেঞ্চুরির পর এখনও অপরাজিত বিশ্বের সব থেকে বয়স্ক ক্রিকেটার!
এমনিতে সারা দেশেই ধোনির অগুণতি ভক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাঁদের কাছে এমএসডি-ম্যাজিক কখনও ফুরিয়ে যাওয়ার নয়। কিন্তু চেন্নাইয়ের কথা উঠলে সেই ভক্তদের যেন আলাদা একটা রূপ দেখা যায়। চেন্নাই, যেখানে ধোনি ক্রিকেট-দেবতা হিসাবে পূজিত হন। আইপিএলে চেন্নাই ফ্র্যাঞ্চাইজির হয়ে ধোনি প্রচুর কামাল করেছেন। প্রায় হারতে বসা অনেক ম্যাচ ধোনির ক্যারিশ্মায় জিতে ফিরেছে চেন্নাই। আর ধোনির সেসব অবদান একটুও ভোলেনি চেন্নাইয়ের সমর্থকরা। তাদের কাছে তাই এখনও ধোনি মানেই স্পেশাল কিছু। ধোনি তাই দেশের দক্ষিণভাগে থালাইভা। সেখানে থালা ধোনি এখনও সমান মর্যাদায় পূজিত হন।
আরও পড়ুন- দেশের জার্সি পরতে কতটা গর্ববোধ করেন, বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে বুঝিয়ে দিলেন রোহিত
ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচ হবে তিরুভনন্তপুরমে। অর্থাত, আরও একবার কাছ থেকে থালা ধোনির খেলা দেখার সুযোগ পাবেন দক্ষিণের মাহি-ভক্তরা। তাই এবার প্রিয় তারকার জন্য একটু স্পেশাল কিছু করতে চলেছেন তারা। অল কেরালা ধোনি ফ্যান অ্যাসোসিয়েশন- এর তরফ থেকে ত্রিবান্দরম-এর গ্রিনফিল্ড স্টেডিয়ামের বাইরে তাঁরা ধোনির ৩৫ ফুটের কাট-আউট বসাতে চলেছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি সিরিজে ধোনির ফর্মে ভাঁটা চলছে। তিন ইনিংসে ধোনির রান মাত্র ৫০। তবে কিপিংয়ে ধোনির দক্ষতা এখনও অব্যাহত।