নিজস্ব প্রতিবেদন: কথা দিয়ে কথা রাখলেন ডোয়াইন ব্র্যাভো। আসলে নম্বর সেভেনের জন্মদিনে 'স্পেশাল গিফট' দিতে চান বলে অনেক আগে থেকেই জানিয়েছিলেন  ব্র্যাভো। কী সেই স্পেশাল গিফট? চেন্নাই সুপার কিংসে তাঁর প্রিয় অধিনায়কের জন্মদিনের উপহার হিসেবে একটা গান নিয়ে আসছেন ব্র্যাভো। কয়েকদিন আগেই তার টিজারও প্রকাশ করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টিজারেই স্পষ্ট ইঙ্গিত মিলেছিল, ভারত অধিনায়কের জন্মদিন ৭ জুলাই। সাত নম্বর বরাবরই মাহির প্রিয়। ৭ নম্বর জার্সি পরেই মাঠে নামেন তিনি। ৭ জুলাই নাম্বার সেভেন- নামে একটা গান নিয়ে আসছেন ডিজে ব্র্য়াভো। আর সেই গানের কথাতেও ছিল ধোনির ফেভারিট হেলিকপ্টার শটের কথাও।


 



৭ জুলাই ধোনির জন্মদিনে প্রকাশ্যে চলে এল ডিজে ব্র্যাভোর হেলিকপ্টার সং। মাহি মাহি কোরাসে শুরু হয়েছে গান। পরে জুড়ে গিয়েছে থালা-থালা কোরাস। তামিল ভাষায় থালা শব্দের অর্থ নেতা। বিশ্বকাপ জয় থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, ফিনিশার ধোনি কিংবা রেলের টিটি থেকে ভারতীয় ক্রিকেটের মহানায়ক হয়ে ওঠার সব কাহিনিই ব্র্যাভোর গানে ফুটে উঠেছে।


 


আরও পড়ুন - হ্যাপি বার্থ ডে ধোনি: 'ক্যাপ্টেন কুল'-কে জন্মদিনের শুভেচ্ছায় কী লিখলেন কিং কোহলি?