নিজস্ব প্রতিবেদন: জোহানেসবার্গের ওয়ান্ডারার্স মহেন্দ্র সিং ধোনির জন্য বরাবর সৌভাগ্যের বার্তাই বয়ে এনেছে। মাহির নেতৃত্বে ২০০৭ সালে এই মাঠেই পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল মেন ইন ব্লু। রবিবার সেই ওয়ান্ডারার্সেই বিশ্বজয়ের মাঠে বিশ্বরেকর্ড গড়লেন উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ফিরে এসেই জয়, সতীর্থদের সঙ্গে নৈশভোজে রায়না


টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড এখন ধোনির মুঠোয়। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভুবনেশ্বর কুমারের বলে হেন্ডরিকসের ক্যাচ নিয়ে সেই নজির গড়লেন এমএস। ২৭৫টি টি টোয়েন্টি ম্যাচে ১৩৪ টি ক্যাচ ধরে মাহি ছাপিয়ে গেলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে। ২৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩টি ক্যাচ ধরেছিলেন প্রাক্তন লঙ্কা অধিনায়ক। 



অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৮ টি ক্যাচ ধরে, ক্যাচের হাফ সেঞ্চুরির দোড়গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ধোনি এখন পর্যন্ত ৬০১ টি ক্যাচ ধরেছেন এবং ১৭৪টি স্টাম্প করেছেন। 


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়