ওয়েব ডেস্ক: কি বলবেন বিশ্রাম নাকি মনোসংযোগ।কলকাতাগামী বিমান ধরার আগে চেন্নাই বিমানবন্দরে হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, কে এল রাহুলের মাঝে শটান শুয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।সম্প্রতি মাহি নিজেকে সমস্ত উচ্ছ্বাস থেকে নিজেকে সরিয়ে রাখেন।চিরকালই বিতর্ক এড়িয়ে চলেন মাহি।ইদানিং মনোসংযোগে বাড়তি গুরুত্ব দিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক।শ্রীলঙ্কা সফরেও পাল্লেকেলেতে মাঠে যখন গন্ডগোল চলছে, সেই সময় ধোনি মাটিতে চোখ বন্ধ করে শুয়ে খেলার ফোকাসকে নষ্ট হতে দেননি।সেলিব্রেটিরা সমালোচনার জবাব বোধদয় এইভাবেই দিয়ে থাকেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সমালোচনার জবাব দিলেন গ্যারেথ বেল, জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ


সমালোচকরা জোরাল আওয়াজ তুলেছিলেন ধোনি শেষ।অবসর নেওয়া উচিত।কোহলি আর শাস্ত্রীকে পাশে পেয়ে বাইজ গজে এ এক অন্য ধোনি।রবিবার হার্দিক পান্ডিয়াকে হাতে ধরে শেখালেন কিভাবে চাপে মুখে ব্যাট করতে হয়। অন্যতম সফল অধিনায়কের মতই ধোনি ভারতের সর্বকালের সেরা ম্যাচ উইনারের তকমাও পেতে চলেছেন।এমনই দাবি করছে ভারতীয় ক্রিকেট মহল।


আরও পড়ুন  মাঠের মধ্যে পেনাল্টি মারা নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন নেইমার ও কাভানি