জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাঁচির রিং রোডে এমএস ধোনির যে প্রাসাদোপম ফার্মহাউসটি রয়েছে, সেটি কার্যত ছোট্ট চিড়িয়াখানায় পরিণত হয়েছে ধীরে ধীরে। ধোনি-সাক্ষী-জিভাদের সঙ্গে সেখানে সুখে শান্তিতে ঘর করে চারটি কুকুর, জোড়া সাদা ছাগল, একটি কাকাতুয়া ও একটি ঘোড়া। তবে ধোনি বরাবরই কুকুর অন্তপ্রাণ। যাকে বলে 'অ্যাভিড ডগ লাভার্স'। গত ৭ জুলাই ধোনি পা দিয়েছেন ৪২ বছরে। ট্রফির নিরিখে দেশের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়ক নিজের জন্মদিনটা কাটিয়েছেন বাড়িতেই। আর তিনি কেক কাটিং সেরেমনি সেরেছেন চার সারমেয়র সঙ্গেই। ধোনি একটি মাঝারি সাইজের কেক কেটে নিজে খেলেন ও পোষ্যদের খাওয়ালেন। ধোনির প্রাণপ্রিয় কুকুরদের মধ্যে ছিল একটি বেলজিয়ান মালিনোয়া (Belgian Malinois), জোড়া সাদা হাস্কি (White Huskie) ও একটি কালো ডাচ শেফার্ড (Dutch Shepherd)। ধোনি শনিবার বিকেলে ইনস্টাগ্রামে কুকুরদের সঙ্গে কেক কাটার ভিডিয়ো শেয়ার করার ৪০ মিনিটের ৪.৪ মিলিয়ন ভিউজ পেয়েছে। প্রতিবেদনে জুড়ে দেওয়া হল ভিডিয়োটি। দেখে নিন একবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: MS Dhoni's Net Worth: টাকার গদিতেই মহেন্দ্র! সম্পত্তির অঙ্ক ধারণারও বাইরে, চলে এল রিপোর্ট



তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বলেছেন আলবিদা। তবে আইপিএল খেলছেন তিনি। সচিন তেন্ডুলকরের  পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টারের নাম এমএস ধোনি। তিনি নিজেকে নিয়ে গিয়েছেন গগনচুম্বী উচ্চতায়। ধোনি নিজেকে বাইশ গজের সর্বকালের অন্যতম সেরা উইকেট-কিপার ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথমসারির অ্যাথলিটদের মধ্যে আজও ধোনির নাম উচ্চারিত হয়। ইনস্টাগ্রামে কার্যত নিস্ত্রিয় ধোনির ফলোয়ার্স সংখ্যা ৪৪.২ মিলিয়ন।  রাঁচির গলি থেকে ভারতীয় ক্রিকেটের সিংহাসন দখল করছেন। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে ফেলেছেন। দু’বার যার মাথায় উঠেছে বিশ্বজয়ীর শিরোপা। 


ক্রিকেট জীবনে হেন কোনও ট্রফি নেই, যা ধোনি জেতেননি। ৫০ ওভারের বিশ্বকাপ? আছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ? আছে। আইপিএল ট্রফি? তাও আছে। মোট পাঁচবার বিদেশের মাটিতে সাফল্য? সেই তালিকাও নেহাত ছোট নয়। ধোনিকে নিয়ে উন্মাদনা এতটুকুও কমেনি। এমএসডি-র জন্মদিনে এবার হায়দরাবাদে বসল সুবিশাল কাটআউট। উচ্চতম কাটআউট বসালেন অনুরাগীরা। হায়দরাবাদে এবং অন্ধ্রপ্রদেশের নন্দিগামাতে ধোনির বিশাল কাট-আউটগুলি বসানো হয় ধোনির জন্মদিন উপলক্ষে৷ হায়দরাবাদের কাট আউট প্রায় ৫২ ফুট লম্বা এবং নন্দীগামায় একটি ৭৭ ফুট লম্বা কাউআউট বসেছে বলে জানা গেছে। যদিও এই কাট-আউটে ধোনিকে CSK-এর প্রশিক্ষণ জার্সিতেই দেখা গিয়েছে। নন্দীগামার কাটআউটে দুধ ঢেলে দেওয়ার ভিডিও ভাইরালও হয়েছে।


আরও পড়ুন: MS Dhoni And Ravindra Jadeja: ধোনি-জাদেজাকে বিশেষ সম্মান জানাল উইম্বলডন। দেখুন ভাইরাল ছবি



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)