ব্যাটে রান এল না! কিপিংয়ে ধোনি বোঝালেন, তিনি এখনও `ধনী`
উইকেটের পিছনে দাঁড়িয়ে ধোনি বোঝালেন, কিপিংয়ে এখনও তিনি সেরা।
নিজস্ব প্রতিনিধি : তড়িত্ গতি বোধ হয় একেই বলে! নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে উইকেটের পিছনে ফের দেখা গেল মাহি ম্যাজিক। নিউ জিল্যান্ডের টিম শেফার্টকে তিনি যেভাবে স্টাম্পড করলেন তাতে নেট দুনিয়ায় ধন্যি ধন্যি রব উঠল। এদিন অবশ্য ব্যাট হাতে কামাল দেখাতে পারলেন না ধোনি। তবে উইকেটের পিছনে দাঁড়িয়ে ধোনি বোঝালেন, কিপিংয়ে এখনও তিনি সেরা।
আরও পড়ুন- নতুন নিয়মের প্রয়োগ, 'আউট' স্টোকসকে ড্রেসিংরুম থেকে ক্রিজে ডেকে নিলেন আম্পায়ার
বল ধরলেন। তার পর সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ভেঙে দিলেন উইকেট। প্রথম দফায় দেখে মনে হয়েছিল, শেফার্ট হয়তো আউট নন। কিন্তু ধোনির হাবভাব বুঝিয়ে দিচ্ছিল, তিনি যথাসময়ে উইকেট ভেঙে দিয়েছেন। এর পর সিদ্ধান্ত গড়ায় থার্ড আম্পায়ারের কোর্টে। রিপ্লেতে দেখা যায় শেফার্ট আউট। ধোনির তড়িত্ গতির স্টাম্প দেখে হতভম্ব হয়ে যান অনেকে। আরও একবার তিনি প্রমাণ করে যান, উইকেটের পিছনে ভারতীয় দলের অন্যতম ভরসা এখনও সেই তিনিই।
আরও পড়ুন- NZ vs IND,T20I: হ্যামিলটনে লড়ে হার, হ্যাডলির দেশে টি-টোয়েন্টি সিরিজ অধরা টিম ইন্ডিয়ার
কলিন মুনরো ও শেফার্ট, দুজনে এদিন নিউ জিল্যান্ডের ইনিংস টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন। ধোনি যখন স্টাম্প করলেন ততক্ষণে বড় ইনিংস খেলে ফেলেছেন শেফার্ট। ২৫ বলে ৪৩ রান করিয়ে কিউয়ি ইনিংস দাঁড় করিয়ে দিয়েছিলেন শেফার্ট।