WATCH | MS Dhoni | IPL 2024: হঠাৎ বুকে যন্ত্রণা দাদুর, ৩০ সেকেন্ডে শেষ `৭২ ঘণ্টার` খেলা! সব ছেড়ে দেখুন ভিডিয়ো
MS Dhoni ends suspense over his new role in ad for IPL 2024: সব জল্পনার অবসান। ৩০ সেকেন্ডে শেষ `৭২ ঘণ্টার` খেলা। এমএস ধোনি ফের একবার তাঁর চাহিদা বুঝিয়ে দিলেন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ২২ মার্চ সিএসকে ও আরসিবি (CSK vs RCB) ম্য়াচ দিয়েই সপ্তদশ আইপিএলের (IPL 2024) পর্দা উঠছে চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে। গত মঙ্গলবার সিএসকে অধিপতি এমএস ধোনি (MS Dhoni) প্রাক মরসুম প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন। তবে গত ৪ মার্চ
কিংবদন্তি ধোনি, ফেসবুকে এমন এক পোস্ট করেছিলেন, যা তাঁর সিএসকে দলে ভূমিকা নিয়ে জল্পনা বাড়িয়ে দিয়েছিল বহুগুণ!পাঁচবার আইপিএল দেওয়া অধিনায়ক নিজেকে নিয়ে রহস্য় বাড়িয়ে লিখেছিলেন, 'নতুন মরসুম ও নতুন ভূমিকার জন্য় তর সইছে না। সঙ্গে থাকুন!'ধোনির ফেসবুক পোস্টের পরেই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে তাঁর আগামী নিয়ে জল্পনা। কারোর মতে ধোনি হয়তো আর খেলবেন না। তাঁকে দেখা যাবে সাপোর্ট স্টাফ হিসেবে। কেউ মনে করছেন ধোনি হয়তো আইপিএল থেকে অবসর নিয়ে ফেললেন। আইপিএলে মাঠে নামার আগেই ধোনির খেলা নিয়ে ছিল বিস্তর চর্চা। তবে এক ঢেকুরে শেষ ৭২ ঘণ্টার খেলা! সব জল্পনার অবসান এবার এক প্রমোতেই। ধোনি জানিয়ে দিলেন যে, নতুন ভূমিকা আসলে কী!
আরও পড়ুন: MS Dhoni | IPL 2024: বাজছে হুইসেল...চলে এলেন মাহি, নেটদুনিয়ায় শুরু ঝড়
এবার একটু পিছিয়ে যাওয়া যাক। ২০২২ সালের জুন মাসে বিসিসিআই ৪৮ হাজার ৩৯০ কোটি টাকায়, ২০২৩-২৭ সাল পর্যন্ত আইপিএলের ৪১০টি ম্যাচের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছিল। ২০ হাজার ৫০০ কোটি টাকায় (ম্যাচ পিছু ৫০ কোটি টাকা) ডিজিটাল স্বত্ব কেনে ভায়াকম এইটটিন। ফলে আইপিএল মোবাইল অ্যাপ্লিকেশনে দেখাবে জিয়ো সিনেমা। জিয়ো আইপিএলের প্রচার মুখ হিসেবে বারবার ধোনিকেই বেছে নিয়েছে। আইপিএল মহানক্ষত্রকে বিভিন্ন অবতারে দেখা গিয়েছে। এবার জিয়োর জন্য় ধোনির বয়স বাড়ল অনেকটাই। তিনি দ্বৈত ভূমিকায় ধরা দিলেন। চলতি আইপিএলে দাদুও তিনি আবার নাতিও তিনি। দারুণ এক প্রমোতে জিয়ো চমকে দিয়েছে আইপিএল ফ্য়ানদের। সোশ্যাল মিডিয়ার পাতায় তারা লিখেছে, New Role = 7 letters - Thala for a reason, message is clear! #IPLonJioCinema kyunki sab yahaan, aur kahaan! ধোনির এই ৩০ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করার দুই ঘণ্টার মধ্যে ২৫ হাজার প্রতিক্রিয়া পেয়ে গিয়েছে। কারণ মানুষটার নাম ধোনি। আসমুদ্র হিমাচলকে আজও যিনি উদ্বেল করতে পারেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)