নিজস্ব প্রতিবেদন :  ভারতীয় দল ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত৷ এমএস ধোনি ব্যস্ত ছুটি কাটাতে। রাঁচিতে থাকলে তিনি কখন কী করেন কেউ জানেন না। কয়েকদিন আগেই রাঁচিতে স্থানীয় এক জলপ্রপাতের নিচে 'বাহুবলী'র ঢঙে দাঁড়িয়ে স্নান করার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। কিছুদিন আগেই নিজের বাড়ির সামনে বাইসাইকেল নিয়ে স্টান্ট দেখান 'বাইকার' ধোনি সেই ছবিও দিয়েছিলেন ইনস্টাগ্রামে। এবার সেই মাহিকেই রয়্যাল এনফিল্ডে চড়ে বিজ্ঞাপনের শুটিং করতে দেখা গেল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ক্রিকেট থেকে আপাতত বিরতি, তাই অবসরে বিজ্ঞাপনে ব্যস্ত প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ 'কুইন অফ হিলস' সিমলায় বিজ্ঞাপনের শুটিংয়ে রয়্যাল এনফিল্ড চালাতে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে৷ বাঙালি পরিচালক সুজিত সরকারের নির্দেশনায় এই মুহূর্তে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত মাহি৷ তাঁর সঙ্গে রয়েছেন পঙ্কজ কাপুরও৷




সোমবারই স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়ে সিমলা পৌঁছেছেন ধোনি। শুটিংয়ের পাশাপাশি কুইন ফাঁকে বেশ মেজাজেই রয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক৷ আর সঙ্গে যদি বাইক থাকে তাহলে তো আর কথাই নেই। ধোনির বাইকপ্রেম নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। এমএসডির বাইকের প্রতি যে অগাধ টান তা কম-বেশি সবাই জানেন। একটি বেসরকারি সংস্থার বিজ্ঞাপনে ৩১ অগাস্ট পর্যন্ত হিমাচল প্রদেশের রাজধানীতেই থাকবেন তিনি৷ মাহিকে অতিথি হিসেবে আপায়ন করেছে হিমাচল প্রদেশ সরকার৷ দেশের ধোনি আবার আগামী মাসে এশিয়া কাপে খেলবেন। ১৫ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হচ্ছে এশিয়া কাপ৷